এক নজরে - বাজেট ২০২১-২২

এক নজরে - বাজেট ২০২১-২২
ছবি সৌজন্যে - পি আই বি
Published on

২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের হাইলাইটস:

পরিবেশ

• বায়ু দূষণ মোকাবিলয় ৪২টি নগর কেন্দ্রের জন্য ২,২১৭ কোটি টাকা বরাদ্দ

• পুরনো যানবাহনগুলিকে বাতিল করার জন্য নতুন স্ক্র্যাপিং নীতি

মেক ইন ইন্ডিয়া

• উন্নতমানের জামাকাপড় তৈরিতে বড় ৩ বছরের মধ্যে ৭টি বড় টেক্সটাইল পার্ক তৈরি করা হবে

অর্থনীতি

• ২০২০-২১ অর্থবর্ষে রাজস্বে ঘাটতি হয়েছে জিডিপির ৯.৫ শতাংশ

• আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপির ৬.৮ শতাংশ করার পরিকল্পনা

• আগামী বছরের জন্য বাজার থেকে মোট ঋণ ১২ লক্ষ কোটি টাকা

রেলপথ

• রেলের জন্য ১.১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে ১.০৭ লক্ষ কোটি টাকা মূলধন খাতে

• সংঘর্ষ এড়াতে দেশীয়ভাবে ট্রেন সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে

পরিকাঠামো

• জাতীয় সড়কের জন্য ১.১৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে মূলধন খাতে ১.০৮ লক্ষ কোটি টাকা

• মুম্বাই-কন্যাকুমারী, খড়গপুর-বিজয়ওয়াড়া করিডর নির্মাণ করা হবে

• ৬৭৫ কিলোমিটার সড়ক তৈরির লক্ষ্য বাংলায়, কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার

• জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে

স্বাস্থ্য সেবা

• কোভিড প্রতিষেধকের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ

• প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা প্রকল্পে আগামী পাঁচ বছরের জন্য ৬৪,১৮০ কোটি টাকা বরাদ্দ

• ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে

কৃষিক্ষেত্র

• ২০২২ সালের মধ্যে ১৬.৫ লক্ষ কোটি টাকার কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে

• তুলো, ডাল, গম জাতীয় শস্যে বাড়ানো হয়েছে এমএসপি

• গ্রামীণ পরিকাঠামো তহবিলে বরাদ্দ ৪০ হাজার কোটি টাকা

ব্যাঙ্কিং

• আর্থিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকা

• বিমা সংস্থায় বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে

আয়কর

• ৭৫ বা তার বেশি বয়স হলে আয়করে সম্পূর্ণ ছাড়

• ৭৫ বা তার বেশি বয়সি যাঁরা পেনশন পান ও ব্যাঙ্কের সুদের ওপর নির্ভর করেন, তাঁদের আইটি রিটার্ন করতে হবে না। শেয়ার ডিভিডেন্ড থেকে কাটা যাবে না টিভিএস।

মার্কেট

• এলআইসির শেয়ার খোলা বাজারেও কেনা যাবে।

• বিমা রাশি ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে

• সেবি আইন ও বিমা আইনে পরিবর্তন করা হবে

• অলাভজনক প্রতিষ্ঠান বিক্রির পরিকল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in