Budget 2024: কেন্দ্রীয় বাজেটে কোন দপ্তরের কত বরাদ্দ? শীর্ষে কোন মন্ত্রক? সবথেকে কমই বা কোন দপ্তরের?

People's Reporter: শাসক এনডিএ জোটের পক্ষ থেকে এই বাজেটকে যেমন অগ্রগতির বাজেট বলা হয়েছে তেমনই বিরোধী ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই বাজেটকে ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে অভিহিত করা হয়েছে।
নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন ছবি সংগৃহীত
Published on

গত ২৩ জুলাই তৃতীয় মোদী মন্ত্রীসভার প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কেন্দ্রের মোদী মন্ত্রীসভার তৃতীয় দফার প্রথম বাজেট নিয়ে এখনও পর্যন্ত টানা ৭ বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন তিনি। ২০২৪-২৫ আর্থিক বছরের বাজেটে বিভিন্ন দপ্তরের বরাদ্দকৃত অর্থের পরিমাণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শাসক এনডিএ জোটের পক্ষ থেকে এই বাজেটকে যেমন অগ্রগতির বাজেট বলা হয়েছে তেমনই বিরোধী ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই বাজেটকে ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে অভিহিত করা হয়েছে।

এবারের বাজেটে তাৎপর্যপূর্ণভাবে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীদের বক্তব্য, যেহেতু অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারের আসন সংখ্যার ওপর ভিত্তি করে কেন্দ্রের সরকার টিকে আছে তাই এই দুই রাজ্যকে বেশি গুরুত্ব দিতে বাধ্য হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।

এবারের কেন্দ্রীয় বাজেটে সবথেকে বেশি বরাদ্দ হয়েছে অর্থ দপ্তরে। ১৮ লক্ষ কোটি টাকা। এরপরেই তালিকায় আছে প্রতিরক্ষা (৬.২১ লক্ষ কোটি), সড়ক পরিবহন (২.৭৮ লক্ষ কোটি), রেলওয়ে (২.৫৫ লক্ষ কোটি) প্রভৃতি দপ্তর। অন্যদিকে সবথেকে কম বরাদ্দ পেয়েছে সংসদ বিষয়ক দপ্তর (৬৪ কোটি), কয়লা (১৯২ কোটি), স্টিল (৩২৫ কোটি), পরিকল্পনা (৮৩৭ কোটি) প্রভৃতি মন্ত্রক।

এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান আর্থিক বছরে কোন দপ্তরে বরাদ্দ কত –

অর্থ – ১৮,৫৮,১৫৮.৫২ কোটি টাকা

প্রতিরক্ষা – ৬,২১,৯৪০.৮৫ কোটি টাকা

সড়ক পরিবহন – ২,৭৮,০০০ কোটি টাকা

রেল – ২,৫৫,৩৯৩.০০ কোটি টাকা

উপভোক্তা, খাদ্য ও খাদ্য সরবরাহ – ২,২৩,৩২৩.৩৬ কোটি টাকা

স্বরাষ্ট্রমন্ত্রক – ২,১৯,৬৪৩.৩১ কোটি টাকা

গ্রামোন্নয়ন – ১,৮০,২৩৩.৪৩ কোটি টাকা

রাসায়নিক এবং সার – ১,৬৮,৪৯৯.৮৭ কোটি টাকা

যোগাযোগ – ১,৩৭,২৯৩.৯০ কোটি টাকা

কৃষি এবং কৃষক উন্নয়ন দপ্তর – ১,৩২,৪৬৯.৮৬ কোটি টাকা

শিক্ষা – ১,২০,৬২৭.৮৭ কোটি টাকা

জল শক্তি – ৯৮,৭১৩.৭৮ কোটি টাকা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ – ৯০,৯৫৮.৬৩ কোটি টাকা

আবাসন ও শহর উন্নয়ন – ৮২,৫৭৬.৫৭ কোটি টাকা

মহিলা ও শিশু কল্যাণ – ২৬,০৯২.১৯ কোটি টাকা

শ্রম দপ্তর – ২২,৫৩১.৪৭ কোটি টাকা

বিদেশমন্ত্রক – ২২,১৫৪.৬৭ কোটি টাকা

ক্ষুদ্রশিল্প – ২২,১৩৭.৯৫ কোটি টাকা

তথ্য প্রযুক্তি – ২১.৯৩৬.৯০ কোটি টাকা

শক্তি – ২০,৫০২.০০ কোটি টাকা

বিজ্ঞান ও প্রযুক্তি – ১৬,৬২৮.১২ কোটি টাকা

পেট্রোলিয়াম ও গ্যাস – ১৫,৯৩০.২৬ কোটি টাকা

সামাজিক ন্যায় বিচার – ১৪,২২৫.৪৭ কোটি টাকা

আদিবাসী উন্নয়ন – ১৩,০০০ কোটি টাকা

শিল্প ও বাণিজ্য – ১১,৪৬৯.১৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচার – ৪,৩৪২.৫৫ কোটি টাকা

ভারী শিল্প – ৭,২৪২ কোটি টাকা

মৎস্য ও ডেয়ারি – ৭,১৩৭.৬৮ কোটি টাকা

আইন – ৬,৭৮৮.৩৩ কোটি টাকা

উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন – ৫,৯০০ কোটি টাকা

পরিসংখ্যান  - ৫,৪৫৩.৮৩ কোটি টাকা

দক্ষতা উন্নয়ন – ৪,৫২০ কোটি টাকা

টেক্সটাইল – ৪,৪১৭.০৩ কোটি টাকা

আয়ুষ – ৩,৭১২.৪৯ কোটি টাকা

ক্রীড়া ও যুব কল্যাণ – ৩,৪৪২.৩২ কোটি টাকা

পরিবেশ, বনাঞ্চল – ৩,৩৩০.৩৭ কোটি টাকা

খাদ্য প্রক্রিয়াকরণ – ৩,২৯০ কোটি টাকা

সংস্কৃতি – ৩,২৬০.৯৩ কোটি টাকা

সংখ্যালঘু বিষয়ক – ৩,১৮৩.২৪ কোটি টাকা

ভূ-বিজ্ঞান – ৩,০৬৪.৮০ কোটি টাকা

কর্পোরেট অ্যাফেয়ারস – ২,৬৬৭.০৬ কোটি টাকা

পর্যটন – ২,৪৭৯.৬২ কোটি টাকা

পেনশন ও অন্যান্য – ২,৩৭৯.৮৭ কোটি টাকা

বন্দর – ২,৩৭৭.৪৯ কোটি টাকা

অসামরিক বিমান চলাচল – ২,৩৫৭.১৪ কোটি টাকা

খনি – ১,৯৪১.০৬ কোটি টাকা

পঞ্চায়েতিরাজ – ১,১৮৩.৬৪ কোটি টাকা

কো-অপারেশন – ১,১৮৩.৩৯ কোটি টাকা

পরিকল্পনা – ৮৩৭.২৬ কোটি টাকা

স্টিল – ৩২৫.৬৬ কোটি টাকা

কয়লা – ১৯২.৫৫ কোটি টাকা

সংসদ বিষয়ক – ৬৪ কোটি টাকা

নির্মলা সীতারমন
Union Budget 2024: কেন্দ্রীয় বাজেটে ঝুলি ভরলো বিহার-অন্ধ্রপ্রদেশের! সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
নির্মলা সীতারমন
Budget 2024: সস্তা হচ্ছে কী কী? দাম বাড়ছেই বা কোন কোন জিনিসের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in