শুক্রবার প্রকাশিত হল দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির র্যাঙ্কিং। প্রথম দশে জায়গা করে নিল রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশের ১১ টি বিভাগের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্রম তালিকা প্রকাশ করেছেন। NIRF-র তালিকায় দেখা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই তালিকাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ৮-এ। প্রথম স্থান অর্জন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু।
তারপরে আছে - দিল্লির জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU), জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI), দিল্লী। চতুর্থ - যাদবপুর বিশ্ববিদ্যালয়, পঞ্চম - অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটুর। ষষ্ঠ স্থানে রয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সপ্তম - মণিপাল অ্যাকাডেমি অফ হাইয়ার এডুকেশন, মণিপাল। অষ্টম - কলকাতা বিশ্ববিধ্যালয়, ভেল্লোরের ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্জন করেছে নবম স্থান। দশম স্থানে আছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি দেশের সেরার সেরা তালিকায় স্থান পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জী। ট্যুইটারে তিনি লেখেন, এটা গর্বিত হওয়ার মতো বিষয়।
দেশের সবদিক থেকে সেরা বিশ্ববিদ্যালয় গুলি হল –
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তামিলনাড়ু
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, কর্ণাটক
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বোম্বে,
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লী
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি,
· ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি
· অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, দিল্লী
· জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লী
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন