ক্রমাগত বাড়ছে দিল্লির দূষণের হার। সম্প্রতি দিল্লি দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছিল কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে কৃষি জমিতে ফসলের গোড়া পোড়ালেই কৃষকদের দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।
পরিবেশ রক্ষা আইনের অধীনে জরিমানার নিয়মে নয়া বদল এনেছে কেন্দ্র সরকার। সেই নতুন নিয়ম অনুযায়ী, ২ একরের কম জমিতে ফসলের গোড়া পোড়ালে জরিমানা দিতে হবে ৫ হাজার টাকা। দুই থেকে পাঁচ একর জমিতে ফসল পোড়ালে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা। যাদের জমির পরিমাণ ৫ একরের বেশি তাদের জরিমানা হিসাবে দিতে হবে ৩০ হাজার টাকা। সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হল, বায়ু দূষণ যা প্রতি বছর দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলে মারাত্মক ভাবে বৃদ্ধি পায় তা নিয়ন্ত্রণে আনা। বৃহস্পতিবার দিল্লির বহু এলাকায় বাতাসের গুণগত মান ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই এলাকাগুলি হল - আনন্দ বিহার, বাওয়ানা, মুন্ডকা এবং উজিরপুর। এছাড়া দিল্লির অন্যান্য এলাকাগুলিতে বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’ পর্যায়ে ছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন