জন পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধার যাচাইকরণের কাজ করে থাকে বিভিন্ন সরকারি দপ্তর। এবার, সেই নিয়মে কিছু পরিবর্তন আনতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, শুধু সরকারি মন্ত্রক বা বিভাগ নয়, আগামীতে আধার যাচাইকরণের ক্ষমতা পাবে বেসরকারি সংস্থাও। সেই পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে কেন্দ্রের মোদী সরকার।
সম্প্রতি, এনিয়ে একধাপ এগিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। আধার যাচাইকরণের জন্য সুশাসন বিধিমালা, ২০২০ (Good Governance Rules, 2020) সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। এবং, আগামী ৫ মে’র মধ্যে, এনিয়ে জনগণের কাছ থেকে মতামতও জানতে চাওয়া হয়েছে।
এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জনিয়েছে, ‘সরকারী মন্ত্রক বা বিভাগ ছাড়াও অন্যান্য যেসকল সংস্থা আরও ভালো পরিষেবা দিতে, সুশাসন নিশ্চিত করতে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চায়, সামাজিক কল্যাণ সুবিধার অপব্যবহার রোধ করতে চায়, তাদের আধার যাচাইকরণের সুযোগ দেওয়া উচিত।’
তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উল্লেখিত উদ্দেশ্যগুলির মাধ্যমে কিভাবে রাজ্যের স্বার্থ পূরণ সম্ভব, লিখিতভাবে তা জানাতে হবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগে।’
‘যদি, জনমতের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগ মনে করে যে, এটিতে উল্লেখিত উদ্দেশ্য পূরণ এবং রাজ্যের স্বার্থ রক্ষা হবে, তাহলে এটিকে প্রস্তাব হিসাবে গ্রহণ করবে তথ্য প্রযুক্তি মন্ত্রক।’
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন