অপসারণ করা হল বিএসএফ প্রধান এবং তাঁর ডেপুটিকে। শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু তাই নয়, পদস্থ এই দুই অফিসারকে অবিলম্বে তাদের রাজ্য ক্যাডারে ফেরত পাঠানোর নির্দেশও শুক্রবার জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মনে করা হচ্ছে সীমান্তে বারবার জঙ্গি হামলার ঘটনা রুখতে বিএসএফ ব্যর্থ হওয়ায় 'শাস্তি' হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।
শুক্রবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বিএসএফ প্রধান নিতীন আগরওয়াল এবং তাঁর ডেপুটি স্পেশাল ডিজি (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদ থেকে অপসারণ করল কেন্দ্র।
গত বছরের জুনে বিএসএফ প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন নিতীন আগরওয়াল। তিনি ১৯৮৯-ব্যাচের কেরালা ক্যাডারের অফিসার। ২০২৬ সালে তাঁর অবসর নেওয়ার কথা ছিল।
অন্যদিকে ওড়িশা ক্যাডারের ১৯৯০ ব্যাচের অফিসার খুরানিয়া বিশেষ ডিজি (পশ্চিম) হিসাবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেন। বিশেষ ডিজি (পশ্চিম) হিসাবে, তিনি পাকিস্তান সীমান্তে বাহিনী গঠনের নেতৃত্ব দিয়েছিলেন যা ভারতের পশ্চিম প্রান্তে জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট বরাবর প্রায় ২,২৮৯ কিলোমিটার বিস্তৃত।
উল্লেখ্য, চলতি বছর জম্মু ও কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, রিয়াসি, উধমপুর, কাঠুয়া এবং ডোডা জেলায় সন্ত্রাসী হামলায় ১১ জন নিরাপত্তা কর্মী এবং একজন গ্রাম প্রতিরক্ষা রক্ষী (ভিডিজি) সদস্য সহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। সে তুলনায় কাঠুয়া এবং ডোডা জেলায় দুটি এনকাউন্টারে মাত্র পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। তারপর থেকেই বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন