৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সমস্ত হাইওয়েতে চাক্কা জ্যামের ডাক কৃষক সংগঠনের

পাঞ্জাবের পালওয়াল সীমান্তে ফের কৃষকদের ধর্না শুরু
পাঞ্জাবের পালওয়াল সীমান্তে ফের কৃষকদের ধর্না শুরুছবি এ আই কে এস ফেসবুক পেজের সৌজন্যে
Published on

ফের দেশব‍্যাপী "চাক্কা জামের" ডাক দিল কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। আগামী শনিবার বেলা ১২ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত রজ‍্যের সমস্ত হাইওয়ে অবরুদ্ধ করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। কিষাণ সংযুক্ত মোর্চার তরফ থেকে সোমবার একথা জানানো হয়েছে। আন্দোলনরত কৃষক সংগঠনগুলি এই সংগঠনের ছত্রছায়ায় রয়েছে।

আন্দোলনস্থলগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ ও জলের পরিষেবা প্রায় বন্ধ করে দেওয়া, আধিকারিকদের দ্বারা হয়রানি সহ অন্যান্য একাধিক সমস্যার প্রতিবাদ জানাতে চাক্কা জ‍্যামের এই কর্মসূচি নিয়েছেন কৃষকরা।‌ আজ সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, বাজেটে তাঁদেরকে উপেক্ষা করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লাতে তান্ডবের পর কৃষক আন্দোলন তেজ ফিকে হয়ে এসেছিল। কিন্তু ফের দলে দলে কৃষকরা এসে আন্দোলনে‌ যোগ দেওয়ায় নতুন উদ্যমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন তাঁরা। বাজেট অধিবেশনের দিন তাঁদের সংসদ ভবন অভিযানের কর্মসূচি থাকলেও তা বাতিল করে দেওয়া হয়েছিল আগেই। তার পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করলো তাঁরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in