কেরালা সরকারের প্রতি ‘খারাপ’ আচরণ করছে কেন্দ্র সরকার। এই অভিযোগ তুলে এর প্রতিবাদে আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লীর যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ করতে চলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মন্ত্রীপরিষদ। এই বিক্ষোভে সামিল হওয়ার জন্য রাজ্যের বিরোধী দল কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা বিক্ষোভে সামিল হবে না বলে জানিয়েছে।
মঙ্গলবার LDF–এর আহ্বায়ক ইপি জয়রাজন এই অবস্থান বিক্ষোভের কথা জানিয়েছেন। সোমবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীসান এবং ডেপুটি নেতা পিকে কুনহালিকুট্টির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তাঁদের দিল্লি বিক্ষোভের জন্য সমর্থন চেয়েছেন।
সোমবারের বৈঠকে বিরোধীরা জানান, তারা এবিষয়ে UDF–এর সঙ্গে আলোচনা করবেন। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বাধীন UDF এই বিক্ষোভে অংশ নেবে না। তার কারণ হিসাবে তারা জানিয়েছেন, কেরালার দুর্দশার জন্য কেন্দ্র একা দায়ী নয়। বিজয়ন সরকারের নিরঙ্কুশ অপশাসন সমানভাবে দোষী।
LDF সূত্রে জানা গেছে বিজয়ন কেরালা হাউস থেকে যন্তর মন্তরের দিকে পদযাত্রার নেতৃত্ব দেবেন এবং প্রতিবাদে বসবেন। এবিষয়ে জয়রাজন বলেছেন, "আমরা নিশ্চিত যে একজন মুখ্যমন্ত্রী যদি বিক্ষোভের নেতৃত্ব দেন এবং তাও দিল্লিতে, তাহলে গোটা বিশ্বের নজর সেদিকে থাকবে।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন