Chandigarh: চন্ডীগড় পুর নির্বাচনে বড়ো ধাক্কা বিজেপির, পরাজিত বর্তমান ও প্রাক্তন মেয়র, ১৩ আসনে জয়ী আপ

নির্বাচনী ফলাফলের শেষ খবর পাওয়া পর্যন্ত আম আদমি পার্টি প্রথমবার নির্বাচনী লড়াইতে নেমে জয়ী হয়েছে ১৩টি আসনে। ৩টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিজেপি ও কংগ্রেস এখনও পর্যন্ত জয়ী হয়েছে ৯টি আসনে এবং ৫টি আসনে।
চন্ডীগড় পুর নির্বাচনে জয়ী আপ প্রার্থী
চন্ডীগড় পুর নির্বাচনে জয়ী আপ প্রার্থী ছবি সোমনাথ ভারতীয় ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

চন্ডীগড় পুর নির্বাচনে বড়ো ধাক্কা খেলো বিজেপি। এই নির্বাচনে পরাজিত হলেন বিজেপি প্রার্থী ও বর্তমান মেয়র রবিকান্ত শর্মা এবং প্রাক্তন মেয়র দাভেশ মুদগুলি। দুই বিজেপি প্রার্থীই আম আদমি পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

সোমবার সকাল থেকে চন্ডীগড় পুরসভার ৩৫টি ওয়ার্ডে ভোট গণনা শুরু হয়েছে। গত ২৪ ডিসেম্বর এই ভোট নেওয়া হয়। ভোট পড়েছিলো ৬০ শতাংশ।

নির্বাচনী ফলাফলের শেষ খবর পাওয়া পর্যন্ত আম আদমি পার্টি প্রথমবার নির্বাচনী লড়াইতে নেমে জয়ী হয়েছে ১৩টি আসনে। ৩টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিজেপি ও কংগ্রেস এখনও পর্যন্ত জয়ী হয়েছে ৯টি আসনে এবং ৫টি আসনে।

২১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মেয়র দাভেশ মুদগুলি আপ প্রার্থী জশবীর সিং লাড্ডির কাছে ৯৩৯ ভোটে পরাজিত হয়েছেন। তাঁকে শেষ মুহূর্তে সাংসদ সতপাল জৈনের হস্তক্ষেপে টিকিট দেওয়া হয়েছিলো।

বর্তমান মেয়র রবিকান্ত শর্মা ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আপ প্রার্থী দামনপ্রীত সিং-এর কাছে তিনি ৮২৮ ভোটে পরাজিত হয়েছেন।

৩৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের গুরপ্রীত সিং মাত্র ৯ ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে বিরোধী দলনেতা দেবীন্দর সিং বাবলার স্ত্রী ৩,১০৩ ভোট ১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। এটাই এখনও পর্যন্ত সর্বাধিক ব্যবধান।

৬ নম্বর এবং ৩০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছে বিজেপি ও আকালি দল। বিজেপির সর্বজিত কাউর ৬ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ৫০২ ভোটে এবং আকালি দলের হরদীপ সিং ৩০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ২,১৪৫ ভোটে।

বিগত পুরসভা নির্বাচনে আসন সংখ্যা ছিলো ২৬। যা এবার বেড়ে হয়েছে ৩৫। ২৬ আসনের মধ্যে গতবার বিজেপি জয়ী হয়েছিলো ২০টি আসনে এবং জোটসঙ্গী শিরোমণি আকালি দল ১টি আসনে। কংগ্রেস সেবার জিতেছিলো ৪টি আসনে। যদিও এবার এখনও পর্যন্ত ফলাফলের যা গতিপ্রকৃতি তাতে ক্ষমতায় আসতে চলেছে আপ। উল্লেখ্য, এবারই প্রথম চন্ডীগড় পুরসভা নির্বাচনে অংশ নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

- with IANS Inputs

চন্ডীগড় পুর নির্বাচনে জয়ী আপ প্রার্থী
Chandigarh: সলমান খান এবং আরও ৬ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in