Bihar: বদলে যাচ্ছে বিহারের রাজনীতি? এবার নীতিশের ইফতারে তেজস্বী, মাঝির আমন্ত্রণ তেজ প্রতাপকে

একদিকে বর্তমান জোটসঙ্গী বিজেপির সাথে দূরত্ব ক্রমশ বাড়ছে জেডি(ইউ)-র, অন্যদিকে প্রাক্তন জোটসঙ্গী আরজেডি-র সাথে দূরত্ব কমছে। শেষ এক সপ্তাহে তেজস্বী যাদবের সাথে দু'বার সাক্ষাৎ করেছেন নীতিশ কুমার।
ইফতার পার্টিতে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার, জিতন রাম মাঝি (ডানদিকে)
ইফতার পার্টিতে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার, জিতন রাম মাঝি (ডানদিকে)ছবি সংগৃহীত
Published on

বিহারের রাজনীতি কি অন্য দিকে মোড় নিচ্ছে? একদিকে বর্তমান জোটসঙ্গী বিজেপির সাথে দূরত্ব ক্রমশ বাড়ছে জেডি(ইউ)-র, অন্যদিকে প্রাক্তন জোটসঙ্গী আরজেডি-র সাথে দূরত্ব কমছে। শেষ এক সপ্তাহে আরজেডি নেতা তেজস্বী যাদবের সাথে জেডি(ইউ) প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দু'বার সাক্ষাৎ সেই দিকেই ইঙ্গিত করছে।

গত সপ্তাহে তেজস্বী যাদব নিজের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতিশ কুমার। ২০১৭ সালে জেডি(ইউ) এবং আরজেডির সম্পর্কের অবনতির প্রায় পাঁচ বছর পর লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়েছিলেন নীতিশ কুমার। একদিকে যখন সাম্প্রতিক সময়ে জেডি(ইউ) এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে লাগাতার মন্তব্যে লিপ্ত রয়েছে তখন পুরোনো সঙ্গীর সাথে নীতিশ কুমারের এই সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছিল বিহার তথা জাতীয় রাজনীতিতে।

সেই জল্পনা জিইয়ে রেখে গতকাল নীতিশ কুমারের আমন্ত্রণে পাটনার হজ ভবনে জেডিইউ-র দেওয়া ইফতার পার্টিতে হাজির হন তেজস্বী যাদব। উপস্থিত ছিলেন তাঁর ভাই তেজ প্রতাপও। নীতিশ কুমার নিজেই তাঁদের স্বাগত জানাতে যান। শুধু তাই নয়, চিরাচরিত প্রথা ভেঙে উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদের আগেই তেজস্বীকে 'সাফা' দেন নীতিশ। অনুষ্ঠান শেষে তাঁদের গাড়িতেও তুলে দেন তিনি। সাধারণত মুখ্যমন্ত্রীই অনুষ্ঠান থেকে সবার আগে যান। কিন্তু একসাথে এত 'ব্যতিক্রমে' জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অন্যদিকে, তেজস্বী এবং তেজ প্রতাপ যাদবকে নিজের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন বিহার সরকারের জোট শরিক হিন্দুস্তানী আওয়ামী মোর্চার সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। শুক্রবার সন্ধ্যায় নিজের বাসভবনে এই ইফতারের আয়োজন করেছেন তিনি। নীতিশ কুমারকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বুধবার আরজেডি বিধায়ক তেজ প্রতাপ অভিযোগ করেছিলেন, মাঝি তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

তেজ প্রতাপের এই অভিযোগের পর মাঝির তাঁকে ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানোয় অন্য সমীকরণ দেখছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার তেজ প্রতাপ মাঝির আমন্ত্রণ গ্রহণ করেন কিনা।

-With IANS Inputs

ইফতার পার্টিতে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার, জিতন রাম মাঝি (ডানদিকে)
Bihar: বিহারে ৬০ ফুটের লোহার ব্রিজ চুরি, বিজেপি ও নীতিশকে দেখে উৎসাহিত চোরেরা - খোঁচা তেজস্বীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in