CJI: উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম সুপারিশ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

People's Reporter: নির্বাচনী বন্ড বাতিল ঘোষণা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড়পত্র, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা খারিজের সময় সুপ্রিম কোর্টের বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি খান্না।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্না
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্নাছবি - সংগৃহীত
Published on

মেয়াদ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। আগামী ১০ নভেম্বর তিনি অবসর নেবেন। তার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

ভারতের ৫১তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করাবেন তাঁকে। তারপরই দেশের প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করবেন বিচারপতি সঞ্জীব খান্না।

১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন বিচারপতি সঞ্জীব খান্না। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হন। ২০০৬ সালে দিল্লি হাইকোর্টেরই স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন। ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। তবে দেশের কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেননি বিচারপতি সঞ্জীব খান্না। তিনি ১৭ জুন ২০২৩ থেকে ২৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত ছিলেন।

বিচারপতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন তিনি। যার মধ্যে নির্বাচনী বন্ড বাতিল ঘোষণা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড়পত্র, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা খারিজের সময় সুপ্রিম কোর্টের বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া ইভিএমের সাথে ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনার মামলার খারিজের বেঞ্চেও তিনি ছিলেন। ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন বিচারপতি সঞ্জীব খান্না।

প্রসঙ্গত, আদালতের উচ্চতর বিভাগে বিচারক নিয়োগের প্রক্রিয়া পরিচালনা হয় মেমোরেন্ডাম অফ প্রসিডিওর (MOP)-র মাধ্যমে। আইনমন্ত্রকের সংকেত পাওয়ার পর প্রধান বিচারপতি তাঁর পরবর্তী উত্তরাধিকারীর নামকরণ প্রক্রিয়া শুরু করেন।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্না
আশ্রমে ঢুকে সন্ন্যাসীকে শারীরিক নিগ্রহ! বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্না
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ ওমর আবদুল্লার, সমর্থন করলেও সরকারে থাকছে না কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in