হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা শিঙাড়া নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। মুখ্যমন্ত্রীর বদলে তাঁর নিরাপত্তারক্ষীরা কীভাবে সেই শিঙাড়া খেলেন তা নিয়েই তদন্ত চলছে। এমন 'আজব' তদন্তের কারণে কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি।
মুখ্যমন্ত্রীর শিঙাড়া অন্য কেউ খেয়ে গেছেন। যা মেনে নিতে পারছেন না স্বয়ং মুখ্যমন্ত্রীই! গত ২১ অক্টোবর সিআইডি দপ্তরে যান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সাইবার সেলের উদ্বোধনের জন্য যান তিনি। জলখাবার হিসেবে মুখ্যমন্ত্রীর জন্য শিঙাড়ার ব্যবস্থা করেন পুলিশ আধিকারিকরা। কিন্তু সেই শিঙাড়া মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয়নি। তাঁর বদলে শিঙাড়া খান তাঁর নিরাপত্তারক্ষীরা। প্রশাসনের একাংশের দাবি এটি সরকার বিরোধী কাজ। যার তদন্ত করছে সিআইডি।
সিআইডি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর জন্য রাডিসন ব্লু নামক এক নামী হোটেল থেকে ৩ বাক্স শিঙাড়া কেনা হয়েছিল। আইজি পদমর্যাদার এক পুলিশ কর্মীকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই আইজি এসআইকে নির্দেশ দেন। পরে এসআই নাকি এক এএসআই এবং কনস্টেবলকে শিঙাড়া আনার দায়িত্ব দেন।
আরও জানা যায়, এএসআই পর্যটন দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চান শিঙাড়াগুলি মুখ্যমন্ত্রীর জন্য কি না? কিন্তু ওই দপ্তর থেকে কিছু জানানো হয়নি। পরে ওই খাবার পরিবহণ দপ্তরকে দিয়ে দেন ওই এএসআই। তারপর সেই জলখাবার যায় নিরাপত্তারক্ষীদের কাছে।
পুরো বিষয়টি নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়, হিমাচলের মানুষ একাধিক সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু সরকার শিঙাড়া নিয়ে তদন্ত করতে ব্যস্ত। বিজেপিকে পাল্টা দিয়েছেন সুখবিন্দর সিং সুখুও। তিনি বলেন, বিজেপির কাছে কোনও ইস্যু নেই। তাই সামান্য বিষয় নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে।
যদিও মুখ্যমন্ত্রীর প্রধান মিডিয়া উপদেষ্টা নরেশ চৌহান বলেন, সরকার এই ধরণের কোনও তদন্তের নির্দেশ দেয়নি। এরকম হতে পারে যে হয়তো সিআইডি নিজের দায়িত্বে তদন্ত করছে।
হিমাচল প্রদেশের ডিজি সিআইডি সঞ্জীব রঞ্জনও এমন তদন্তের কথা অস্বীকার করেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষ হলে, অফিসাররা বসে চা খাচ্ছিলেন এবং কেউ একজন বলল যে কিছু জিনিস আনা হয়েছিল তা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে বের করতে হবে। এটি সম্পূর্ণ সিআইডি-র অভ্যন্তরীণ বিষয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন