তৃতীয় লিঙ্গের হওয়ায় নিয়োগ দিয়েও কেড়ে নেওয়া হল চাকরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিক্ষিকা

People's Reporter: উত্তরপ্রদেশ ও গুজরাট - দুই রাজ্যে একই অভিজ্ঞতা হল উমা দেবীর। ন্যায় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ওই শিক্ষিকা।
তৃতীয় লিঙ্গের হওয়ায় নিয়োগ দিয়েও কেড়ে নেওয়া হল চাকরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিক্ষিকা
প্রতীকী ছবি
Published on

তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় কোথাও নিয়োগ দিয়েও কেড়ে নেওয়া হল চাকরি, আবার কোথাও নিয়োগই পেলেন না। উত্তরপ্রদেশ ও গুজরাট - দুই রাজ্যে একই অভিজ্ঞতা হল উমা দেবীর। ন্যায় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ওই শিক্ষিকা। মঙ্গলবার তাঁর সেই আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত।

উত্তরপ্রদেশের খিরিতে চিলড্রেন একাডেমি শিক্ষকতার চাকরী পেয়েছিলেন উমা দেবী। নিজের আবেদনে তিনি জানিয়েছেন, ছয়দিন কাজ করেছিলেন তিনি স্কুলে। এরপর স্কুল কর্তৃপক্ষ তাঁর লিঙ্গ সম্পর্কে জানতে পেরে, তাঁকে চাকরী থেকে বহিষ্কৃত করে।

পরবর্তীতে উমা দেবী গুজরাটের জামনগরের জেপি মোদী স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেখানে নিয়োগপত্র দেওয়া হলেও তাঁর লিঙ্গের জন্য চাকরী দেওয়া হয়নি। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি।

এই মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের এজলাসে। এই মামলা শোনার পর কেন্দ্র, গুজরাট ও উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ দিয়েছে আদালতে তাদের বক্তব্য পেশ করার জন্য। প্রধান বিচারপতি জানিয়েছেন, “আমরা দেখব, আমরা কী করতে পারি।“

তৃতীয় লিঙ্গের হওয়ায় নিয়োগ দিয়েও কেড়ে নেওয়া হল চাকরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিক্ষিকা
Mahua Moitra: মহুয়ার সাংসদ পদ খারিজের ব্যাখা দিতে হবে লোকসভার সচিবালয়কে! নির্দেশ সুপ্রিম কোর্টের
তৃতীয় লিঙ্গের হওয়ায় নিয়োগ দিয়েও কেড়ে নেওয়া হল চাকরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিক্ষিকা
Rajasthan: রাজস্থানে বিজেপির ২৫ মন্ত্রীর সকলেই কোটিপতি, গড় সম্পত্তি ৭.০৮ কোটি - রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in