পাড়ায় পাড়ায় প্রতিদিন গজিয়ে উঠছে নতুন নতুন প্রতিযোগিতামূলক কোচিং সেন্টার। কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে সেখানে ভর্তি হচ্ছে পড়ুয়ারা। এবার সেই সমস্ত কোচিং সেন্টারগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নয়া নির্দেশিকা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের ভর্তি নেওয়া যাবে না কোচিং সেন্টারগুলিতে। পাশাপাশি, এখানে ভর্তি হলেই ভালো নম্বর বা ভালো র্যাঙ্ক পাবে, এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না।
বৃহস্পতিবার প্রকাশিত শিক্ষামন্ত্রকের ওই নির্দেশিকাতে বলা হয়েছে, ‘‘কোচিং সেন্টারগুলিতে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁদের ন্যূনতম যোগ্যতা স্নাতক হতে হবে। কোচিং সেন্টারে শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেওয়া যাবে না। পাশাপাশি কোনও কোচিং সেন্টার ১৬ বছরের কম বয়সি পড়়ুয়াদেরও ভর্তি করতে পারবে না। দশম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পরেই এক মাত্র পড়ুয়াদের কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন করা উচিত।’’
বর্তমান সময়ে এই নিত্যনতুন গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলি নিয়ে নানা ধরণের অভিযোগ সামনে আসছে। পড়ুয়ারা আত্মহত্যা করছে, কোচিংয়ের মধ্যে নির্দিষ্ট সুযোগ-সুবিধা নেই এবং শিক্ষা পদ্ধতি নিয়ে ভুরিভুরি অভিযোগ ওঠেছে। সেই সমস্ত বন্ধ করতে বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
নয়া নির্দেশিকা অনুযায়ী, কোচিং সেন্টারগুলি কোনো পড়ুয়াদের থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না এবং অসদাচরণ করতে পারবে না। নাহলে তাদের এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, কোনো অপরাধে দোষী সাবস্ত্য হয়েছেন, এমন শিক্ষককে কোচিং সেন্টারের নেওয়া যাবে না। পড়াশোনার পাশাপাশি জোর দিতে হবে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উপরও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন