Coal Smuggling: সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হতেই 'ব্যক্তিগত কারণে' ইডি দপ্তরে হাজিরা এড়ালেন অভিষেক

ইডির সমনকে চ্যালেঞ্জ করে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতি এন ভি রমনা সেই আবেদন খারিজ করে দেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ফাইল চিত্র
Published on

সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ হতেই কয়লা পাচার মামলায় ইডির হাজিরা এড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গেছে, ব্যক্তিগত কারণে আজ দিল্লিতে ইডির কার্যালয়ে হাজিরা দিতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী ই-মেইল মারফত ইডি আধিকারিকদের এমনটাই জানিয়েছেন।

কয়লা পাচার মামলায় আজ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলো ইডি। ইডির সমনকে চ্যালেঞ্জ করে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতি এন ভি রমনা সেই আবেদন খারিজ করে দেন। এরপরই ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে আজ ইডি দপ্তরে হাজির এড়ালেন তিনি।

গত সপ্তাহেই দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ছ'জন আধিকারিক প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে অস্বস্তি বোধ করেন তিনি। কিছু প্রশ্ন এড়িয়ে গেছেন বলেও জানা যায়। এরপর ফের মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়।

গত সপ্তাহে হাজিরা দেওয়ার আগেও ইডির সমনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু তখনও তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত

কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়িয়েছে। তাঁকেও একাধিকবার তলব করেছে ইডি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in