গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারানো কর্ণেল সন্তোষ বাবুকে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ সম্মান মহাবীর চক্রে সম্মানিত করা হবে। প্রজাতন্ত্র দিবসে দেশের জন্য তাঁর বলিদানকে সম্মান জানিয়ে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হবে কর্ণেল সন্তোষ বাবুকে।
গত বছরের ১৫ ই জুন পূর্ব লাদাখে চীনা ফৌজের সঙ্গে যুদ্ধের জন্য যান ১৬ নম্বর বিহার কমেন্ডিং অফিসার সন্তোষ বাবু। দায়িত্ব অনুযায়ী সমস্ত কাজ সঠিক ভাবেই পরিচালনা করেছিলেন তিনি। ধারালো অস্ত্র এবং ভারী পাথরে আঘাত পাওয়ার পরেও শত্রুদের আক্রমণকে প্রতিহত করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই বীরের লড়াইকে শ্রদ্ধা জানাতেই দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্বের সম্মান মহাবীর চক্র তুলে দেওয়া হবে তাঁকে।
সুবেদার সঞ্জীব কুমার মরণোত্তর মহাবীর চক্রের সমান মর্যাদার কীর্তি চক্রে সম্মানিত হবেন। এছাড়াও পাঁচ জন সৈন্যকে তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্বের সম্মান বীর চক্রে সম্মানিত করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন