লোকসভা নির্বাচনের আগে ফের দাম বাড়ল গ্যাসের। প্রধানমন্ত্রী মোদীর বঙ্গে আসার দিনই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। একধাক্কায় ২৫ টাকা বাড়ানো হল ১৯ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম। ফলে ধাক্কা খেল দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোটো গাড়ির মালিকরা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, নতুন দাম কার্যকর হচ্ছে শুক্রবার থেকেই। দাম বৃদ্ধির পর কলকাতাতে ১৯ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১,৯১১ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারে দাম এখন ১,৭৯৫ টাকা। মুম্বইতে এই দাম ১৭৪৯ টাকা এবং চেন্নাইতে ১৯৬০ টাকা।
গত ফেব্রুয়ারিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৮৮৭ টাকা। তারপর সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। জানুয়ারি মাসে ১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। এই দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষে চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। চাপে পড়বেন এলপিজি চালিত গাড়ির মালিকরাও।
তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও রান্নার গ্যাসে দাম বাড়ানো হয়নি। ১৪ কেজি এলপিজি গ্যাসে দাম ৯২৯ টাকাই থাকছে। এর আগে গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের। তারপর দীপাবলির দুই সপ্তাহ আগে হঠাৎ করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ১০১ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন