এক মাসের মধ্যেই আবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। এক ধাক্কায় ১০০ টাকারও বেশি দাম বাড়িয়ে দিল কেন্দ্র। গত অক্টোবরের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ২০৯ টাকা বাড়ানো হয়েছিল। তার ঠিক একমাসের মাথায় ফের সেই দাম বাড়ানো হল। ১ নভেম্বর, বুধবার থেকেই দেশজুড়ে বাণিজ্যিক গ্যাসের এই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে। খনিজ তেল সংস্থাগুলি দাম বাড়িয়ে দেওয়ার ফলেই এই বৃদ্ধি বলে জানিয়েছে কেন্দ্র।
গত কয়েকসপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য তোলপাড় হয়ে রয়েছে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে। আর সেই কারণেই বিশ্ব জুড়ে অপরিশোধিত তেলের কমবেশি দাম বাড়ছে। সে জন্য বাধ্য হয়েই বাণিজ্যিক গ্যাসের দাম গত এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাড়াল কেন্দ্র। বুধবার থেকে দেশের সমস্ত মেট্রো শহরে নতুন বর্ধিত দামে পাওয়া যাবে এই এলপিজি (লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস)।
সমস্ত ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ ও এলপিজি গাড়িতে ব্যবহৃত এই গ্যাসের সিলিন্ডার রাজধানী নয়াদিল্লিতে পাওয়া যাবে ১৮৩৩ টাকায়। দেশের মেট্রো শহরগুলির মধ্যে এই গ্যাসের দাম সবচেয়ে বেশি চেন্নাইতে, প্রতি সিলিন্ডার ১৯৯৯.৫০ টাকা। এবং সবচেয়ে কম টাকায় বাণিজ্যিক গ্যাস মিলবে মুম্বইতে, ১৭৮৫.৫০ টাকায়। বুধবার থেকে কলকাতায় এই গ্যাসের একটি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। এছাড়াও বেঙ্গালুরুতে এই গ্যাস কিনতে হবে ১৯১৪.৫০ টাকায়।
প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে দেশ জুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ১৫৮ টাকা। তার আগে গত আগস্টেও ৯৯.৭৫ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। কিন্তু ইজরায়েল-হামাস সংঘর্ষের জন্য অপরিশোধিত তেলের দাম বাড়ায় এক মাসের মধ্যেই দ্বিতীয়বার বাণিজ্যিক গ্যাসেরও দাম বাড়ানো হল। তবে বুধবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেলেও গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন