“আসামের কংগ্রেস নেতারা আমাদের কাছে ফিক্সড ডিপোজিটের মতো।“ লোকসভা ভোটের প্রাক্কালে কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও হেমন্তের দাবি, রাহুল গান্ধী ও তার দলের ভবিষ্যত অন্ধকার।
মঙ্গলবার এক সংবাদমাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, “এই দেশের মানুষ যারা ভারতকে বিশ্বনেতা হিসাবে দেখতে চায়, তারা অবশ্যই নরেন্দ্র মোদিকে ভোট দেবে। প্রধানমন্ত্রী আমাদের জাতিকে বিশ্ব মঞ্চে এক শক্তিশালী দেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন।“
এরপরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়ে হেমন্ত দাবি করেন, রাহুল গান্ধীর দৃষ্টিশক্তি, ইচ্ছাশক্তির অভাবের কারণে তাঁর লোকসভা ভোটে জেতার সম্ভাবনা অন্ধকার। আসামের মুখ্যমন্ত্রীর দাবি, "কংগ্রেসকে ভোট দেওয়া মানে রাহুল গান্ধীকে সমর্থন করা, যার কোনও ভবিষ্যত নেই। যেখানে বিজেপিকে সমর্থন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করার সমতুল্য।"
এরপরেই তিনি আসামের কংগ্রেস নেতাদের নিয়ে বিস্ফোরক দাবি করে বলেন, “আসামে কংগ্রেস নেতারা আমাদের কাছে ফিক্সড ডিপোজিটের মতো। যখনই মোদীজির প্রয়োজন হবে, আমরা তাদের বিজেপিতে আনব।”
অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও হেমন্ত দাবি করেছিলেন, কংগ্রেসের এক বা দুজন বাদে, বাকি নেতারা শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেবেন। তিনি সেই সময় জানিয়েছিলেন, “সবাই বিজেপিতে আসবে। সেই কারণে আমরা কখনই আমাদের দরজা বন্ধ করিনি। এমনকি আসামের কংগ্রেস সভাপতি ভূপেন বোরাও বিজেপিতে যোগ দেবেন।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন