সোমবার, কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress Presidential Polls)। এই নির্বাচনে কর্ণাটকের বাল্লারিতে থেকে ভোট দেবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অন্যদিকে, দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে দেবেন দলের বিদায়ী অন্তর্বর্তী সভাপতি, সোনিয়া গান্ধী (Sonia Gandhi)।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) জানান, ‘আগামীকাল কংগ্রেসের সভাপতি নির্বাচনে কোথায় ভোট দেবেন রাহুল গান্ধী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, কোনও জল্পনা নয়। সাঙ্গানাকাল্লুর, বাল্লারিতে #BharatJodoYatra-র ক্যাম্প-সাইটে ভোট দেবেন তিনি। তাঁর সঙ্গে ভোট দেবেন প্রদেশ কংগ্রেস কমিটির আরও ৪০ জন সদস্য।‘
কংগ্রেসের সদর দফতরে ভোট দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)ও।
কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন সংস্থা (CEA) জানিয়েছে, ১৭ অক্টোবরের নির্বাচনের জন্য সকল রাজ্যে ৬৭ টি বুথ তৈরি করা হয়েছে।
সিইএ-র চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry) বলেন, ‘AICC (কংগ্রেসের সদর দফতরে)-তেও একটি বুথ থাকবে। বিশেষ করে দলের প্রবীন নেতা, ওয়ার্কিং কমিটির সদস্য এবং দিল্লিতে অবস্থানরত অন্য রাজ্যের দলীয় নেতা-কর্মীরা এখানে ভোট দিতে পারবেন। তবে, তার আগে তাঁদের (দিল্লিতে অবস্থানরত ব্যক্তিদের) আবেদন করতে হবে।‘
এছাড়া, রাহুল গান্ধী সহ যারা ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন, তাঁদের জন্যের একটি ক্যাম্প বুথ স্থাপন করা হয়েছে।
ভোটগ্রহণ চলবে সোমবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গোপন ব্যালটে ভোট হবে। সমস্ত ব্যালেট বাক্স AICC সদর দফতরে আনা হবে। তারপরে, ১৯ অক্টোবর ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ভোটারদের ব্যালটের গোপনীয়তার আশ্বাস দিয়েছেন সিইএ-র চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি।
তিনি জানান, ‘নির্বাচনী ব্যালটে কোনও নাম্বার থাকবে না। কেবল, নির্বাচনী ব্যালটের কাউন্টার ফয়েল সংরক্ষিত করবে নির্বাচন কর্তৃপক্ষ। ব্যালট বাক্সগুলি সিল করা হবে এবং তা সিলমুক্ত করা হবে নির্বাচনী এজেন্টের সামনে। আর, কোনও নির্দিষ্ট রাজ্য থেকে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা যাতে কেউ জানতে না পারেন সেজন্য ভোট গণনার আগে সমস্ত ব্যালট পেপার মিশ্রিত করা হবে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন