Rajasthan: কলেজের দেওয়ালে গেরুয়া রং করার নির্দেশ রাজস্থানের BJP সরকারের, সমালোচনায় কংগ্রেস

People's Reporter: নির্দেশে বলা হয়, প্রথম ধাপে ২০টি কলেজে এই রঙ করা হবে। সাত দিনের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করে দফতরের কাছে ছবি পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
Rajasthan: কলেজের দেওয়ালে গেরুয়া রং করার নির্দেশ রাজস্থানের BJP সরকারের, সমালোচনায় কংগ্রেস
প্রতীকী ছবি
Published on

রাজস্থানের ২০টি সরকারি কলেজে গেরুয়া রং করার নির্দেশ দিল ওই রাজ্যের শিক্ষা দফতর। পরীক্ষামূলকভাবে আপাতত এই কলেজগুলির সামনের দেওয়াল এবং প্রবেশদ্বার কমলা এবং সাদা রঙ করতে হবে। এমনই নির্দেশ। যা নিয়ে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস।

পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর সরকারি স্কুল-কলেজ, অফিস, রাস্তাঘাট, ব্রিজ নীল সাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছিল। এবার রাজস্থানের বিজেপি সরকারের নির্দেশে কমলা-সাদা হতে চলেছে সরকারি কলেজগুলি। কলেজ শিক্ষার যুগ্ম পরিচালক বিজেন্দ্র কুমার শর্মার নির্দেশে সোমবার একটি নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকাটি জারি হয় 'কায়কল্প প্রকল্পে'র অধীনে।

নির্দেশিকায় বলা হয়, প্রথম ধাপে ২০টি কলেজে এই রঙ করা হবে। প্রতিটি ডিভিশন থেকে ২টি করে কলেজ বাছাই করা হয়েছে। এশিয়ান পেন্টস হোয়াইট গোল্ড ৮২৯২ এবং অরেঞ্জ ক্রাউন ৭৯৭৪ রঙ করতে হবে কলেজগুলিতে। সাত দিনের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করে দফতরের কাছে ছবি পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা দফতরের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ তৈরি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে পড়ুয়ারা পঠনপাঠন করতে পারে সেদিকে নজর দেওয়া এবং সমাজে উচ্চশিক্ষা সম্পর্কে সদর্থক ধারণা গঠন হবে এর মাধ্যমে।

এই 'কায়কল্প প্রকল্প' চালু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এর মাধ্যমে ভারতে পাবলিক হেলথ কেয়ার সুবিধাগুলিতে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সংক্রমণ নিয়ন্ত্রণের প্রচার করা সম্ভব হবে।

বিজেপি সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে কংগ্রেস। রাজস্থান কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বর্ণিম চতুর্বেদী বলেন, বিজেপি সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের কাছে মানুষের কাছে তুলে ধরার মতো কিছুই নেই। তাই সেদিক থেকে সাধারণ মানুষের মনোযোগ ঘোরাতে এমন কাজের আশ্রয় নিতে হচ্ছে সরকারকে।

কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠনের নেতা বিনোদ জাখর জানান, 'রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল খারাপ। কলেজগুলিতে লেকচারারের পদ ফাঁকা রয়েছে। নিয়োগ হচ্ছে না। কলেজের বিভিন্ন ভবনের অবস্থা খারাপ। অবস্থা শোচনীয়। সেই সমস্ত দিকে নজর না দিয়ে সরকার জনগণের টাকায় রাজনীতি করছে'।

Rajasthan: কলেজের দেওয়ালে গেরুয়া রং করার নির্দেশ রাজস্থানের BJP সরকারের, সমালোচনায় কংগ্রেস
Maharashtra Polls 24: মহারাষ্ট্রের ৩ আসনে প্রচারে জোর সিপিআইএম-এর
Rajasthan: কলেজের দেওয়ালে গেরুয়া রং করার নির্দেশ রাজস্থানের BJP সরকারের, সমালোচনায় কংগ্রেস
Maharashtra Polls: দলবিরোধী কাজ! নির্বাচনের আগে ২২ নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড মহারাষ্ট্র কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in