‘উস্কানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেই FIR দায়ের করল কংগ্রেস। বৃহস্পতিবার, বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ‘উস্কানিমূলক বক্তব্য, শত্রুতা বৃদ্ধি, ঘৃণা প্রচার এবং বিরোধীদের অপমান করার’ অভিযোগে FIR দায়ের করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা ডঃ পরমেশ্বর এবং ডি কে শিবকুমার।
জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৭১জি, ৫০৫(২) এবং ১২৩ ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার কর্ণাটকের বেলাগাভি জেলায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত হবে কর্ণাটক। এবং তোষামোদের রাজনীতি শুরু হবে।‘
অমিত শাহের এই মন্তব্যকেই হাতিয়ার করেছে কংগ্রেস। কর্ণাটক কংগ্রেসের ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘আমরা অমিত শাহের বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং ব্যবস্থা নেওয়ার দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তিনি বিভিন্ন শ্রেণী ও ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন। দুর্নীতিমূলক কাজকর্মকে প্রশ্রয় দিচ্ছেন। ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবৃতি দিচ্ছেন, শান্তিপূর্ণ রাজ্য কর্ণাটকের শান্তি নষ্ট করছেন। তিনি দেশের প্রধান বিরোধী দল অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসকে অপমান করছেন।‘
কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার বলেন, ‘পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির তারকা প্রচারক নন।‘
আরও জানা যাচ্ছে, বিজেপিকে চাপে রাখতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। লিখিত ভাবে কংগ্রেস অভিযোগ জানিয়েছে, ‘নির্বাচনের সময় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য মুখ্যমন্ত্রী বোম্মাইয়ের কাছে আবেদন করেছিল কংগ্রেস। কিন্তু সে ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি সরকার।‘
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন