Haryana: মাত্র ৩২ ভোটে জয়ী BJP? হরিয়ানায় একাধিক আসনের ফলে কারচুপির অভিযোগে কমিশনের দ্বারস্থ কংগ্রেস

People's Reporter: এই ১৩টি আসনের মধ্যে ১২টি আসনে জিতেছে বিজেপি এবং ১টি আসনে জিতেছে আইএনএলডি। ১১টি আসনের মধ্যে সরাসরি লড়াই হয়েছে কংগ্রেস।
কংগ্রেস ছবি প্রতীকী
কংগ্রেস ছবি প্রতীকী ফাইল ছবি ন্যাশনাল হেরাল্ডের সৌজন্যে
Published on

হরিয়ানার ১৩টি আসনের ফল নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। এই সমস্ত আসনে ইভিএম কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন হরিয়ানা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ফলাফল নিয়ে কার্যত হতাশ কংগ্রেস। কারণ প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে ক্ষমতা বদলের ইঙ্গিত মিলেছিল। কিন্তু তা হয়নি। গণনার প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়তেই দেখা যায় লিড নিতে থাকে বিজেপি। শেষ পর্যন্ত হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৮টি, কংগ্রেস ৩৭টি, আইনএলডি ২টি এবং ৩টি আসন জিতেছে নির্দল প্রার্থীরা।

নির্বাচনের গণনার দিনই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেন, 'লোকসভা নির্বাচনের মতো, হরিয়ানা নির্বাচনেও আমরা দেখতে পাচ্ছি কমিশনের ওয়েবসাইটে আপ-টু-ডেট ট্রেন্ড ধীর গতিতে আপলোড করা হচ্ছে। বিজেপি কি বিভ্রান্তিকর প্রবণতা শেয়ার করার জন্য প্রশাসনের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে?'

এবার হরিয়ানার ১৩টি আসনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেস। এই ১৩টি আসনের মধ্যে ১২টি আসনে জিতেছে বিজেপি এবং ১টি আসনে জিতেছে আইএনএলডি। ১১টি আসনের মধ্যে সরাসরি লড়াই হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে, ১টি আসনে আইএনএলডি বনাম কংগ্রেস এবং ১টি আসনে বিজেপি বনাম নির্দল প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

এই ১৩টি আসন হল -

উচনা কালান - এই আসনে বিজেপি প্রার্থী কংগ্রেসের ব্রিজেন্দ্র সিং-কে মাত্র ৩২ ভোটে পরাজিত করেছেন।

পাতৌদি - বিজেপি প্রার্থী বিমলা চৌধুরী ৪৬,৫৩০ ভোটে কংগ্রেস প্রার্থী পার্ল চৌধুরীকে পরাজিত করেন।

ইন্দ্রি - এই আসনে কংগ্রেস প্রার্থী রাকেশ কম্বোজ বিজেপির প্রার্থী রাম কুমার কাশ্যপের কাছে ১৫,১৪৯ ভোটে পরাজিত হন।

বাদখল - বিজেপি প্রার্থী ৬১৮১ ভোটে পরাজিত করেন কংগ্রেসের বিজয় প্রতাপ সিং-কে।

ফরিদাবাদ এনআইটি - হরিয়ানার এই আসনের ফলাফল নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিজেপি প্রার্থী সতীশ কুমার ৩৩,২১৭ ভোটে জয়ী হন।

নালওয়া - এই আসনে বিজেপি প্রার্থী রণধীর পানিহার জয়ী হয়েছেন ১২,১৪৪ ভোটে।

রানিয়া - এই কেন্দ্রে আইএনএলডি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ৪,১৯১ ভোটে পরাজিত হন কংগ্রেস প্রার্থী।

পালওয়াল - কংগ্রেস প্রার্থী করণ সিং দালাল বিজেপি প্রার্থী গৌরব গৌতমের কাছে ৩৩,৬০৫ ভোটে পরাজিত হন।

বল্লভগড় - এই আসনে বিজেপি প্রার্থী মূল চাঁদ শর্মা জয়ী হয়েছেন ১৭,৭৩০ ভোটে। যা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

বারওয়ালা - বিধানসভা কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী ২৬,৯৪২ ভোটে পরাজিত করেন কংগ্রেস প্রার্থীকে।

ঘরৌন্ডা - এই আসনে বিজেপি প্রার্থীর সাথে কংগ্রেস প্রার্থীর ব্যবধান অনেকটাই কম। বিজেপি প্রার্থী ৪,৫৩১ ভোটে জয়ী হয়েছেন।

কোসলি - এই বিধানসভা কেন্দ্রে বজেপি প্রার্থী অনীল যাদব জয়ী হয়েছেন ১৭,২০৯ ব্যবধানে।

বাদশাপুর - আসনটিতে ৬০,৭০৫ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাও নরবীর সিং।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in