মঙ্গলবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই আগে থেকেই মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কংগ্রেস। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে আপাতত হিমশিম খাচ্ছে দলের হাইকমান্ড। আপাতত ৪ জনের নাম উঠে আসছে।
৮ অক্টোবর হরিয়ানার নির্বাচনের ফলপ্রকাশ হবে। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, হরিয়ানায় ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। দৈনিক ভাস্করের দেওয়া সমীক্ষায় দেখা যাচ্ছে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে ৪৪-৫৪টি আসন। ধ্রুব রিসার্চের দেওয়া সমীক্ষায় দেখা যাচ্ছে, কংগ্রেস পেতে পারে ৫০-৬৪টি আসন। এছাড়া পিপলস পালসের সমীক্ষায় দেখা যাচ্ছে, হরিয়ানায় কংগ্রেস পেতে পারে ৪৯-৬১টি আসন। সরকার গড়তে প্রয়োজন ৪৬টি আসন। তবে বুথ ফেরত সমীক্ষা সবসময় সঠিক হয় না।
যদি বুথ ফেরত সমীক্ষা বাস্তবে পরিণত হয় তাহলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী নির্বাচনে সমস্যা হতে পারে। সূত্রের খবর, কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন দলিত সাংসদ কুমারী সেলজা, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, শীর্ষ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।
ভূপিন্দর সিং হুডা
কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। ২০০৫-২০১৪ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন।
কুমারী সেলজা
হাত শিবিরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন সাংসদ কুমারী সেলজা। দলিত ভোটে ব্যাপক প্রভাব রয়েছে এই নেত্রীর। টিকিট বণ্টন নিয়ে ক্ষোভের কারণে বিধানসভা নির্বাচনে দলের হয়ে সক্রিয়ভাবে প্রচারে দেখা যায়নি কুমারী সেলজাকে। তা নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে সেলজার বিরুদ্ধে। নির্বাচনের মাঝেই কুমারী সেলজার বিজেপি যোগের জল্পনা উঠে ছিল। তবে তিনি নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়ে প্রচারে অংশ নিয়েছিলেন।
রণদীপ সিং সুরজেওয়ালা
হরিয়ানা কংগ্রেসের আরেক পরিচিত মুখ হলেন রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। সূত্রের খবর, কুমারী সেলজা এবং ভূপিন্দর সিং হুডার মধ্যে বিবাদ থামাতে রণদীপকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারে কংগ্রেস হাইকমান্ড।
এর আগে সুরজেওয়ালা বলেছিলেন, 'মুখ্যমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থাকা ভুল নয়। মুখ্যমন্ত্রী মুখের জন্য রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেওয়া সিদ্ধান্ত আমরা মেনে নেব'।
এই ৩ জন ছাড়াও কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে কংগ্রেসের লোকসভার সাংসদ দীপেন্দর সিং হুডার নাম। দীপেন্দর সিং হুডা হলেন ভূপিন্দর সিং হুডার পুত্র। সূত্র মারফত জানা যাচ্ছে নিজে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে ছেলেকে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার হিসেবে পেশ করতে চাইছেন ভূপিন্দর সিং হুডা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন