হরিয়ানায় ক্ষমতা দখলের পথে কংগ্রেস! জম্মু ও কাশ্মীরে হতে পারে ত্রিশঙ্কু, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

People's Reporter: দৈনিক ভাস্করের দেওয়া সমীক্ষায় দেখা যাচ্ছে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ১৫-২৯টি আসন জিততে পারে বিজেপি। কংগ্রেস জিততে পারে ৪৪-৫৪টি আসন, আপের ঝুলিতে যেতে পারে ১টি আসন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - সংগৃহীত
Published on

হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারে কংগ্রেস। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু হতে পারে নির্বাচনের ফলাফল। একাধিক বুথ ফেরত সমীক্ষায় এমন চিত্র উঠে আসছে। যা গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একাধিক সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ইন্ডিয়া জোট বনাম বিজেপির। মেহবুবা মুফতির পিডিপি খুব বেশি আসনে জয়লাভ করতে পারবেনা বলেই জানা যাচ্ছে। ইন্ডিয়া টুডে-সি ভোটারের দেওয়া সমীক্ষায় দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরে ২৩-২৭টি আসন জিততে পারে বিজেপি। ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জিততে পারে ৪০-৪৮টি আসন, পিডিপির ঝুলিতে যেতে পারে ৬-১২টি আসন এবং অন্যান্যরা জয়ী হতে পারে ৬-১১টি আসনে।

দৈনিক ভাস্করের দেওয়া সমীক্ষায় দেখা যাচ্ছে, উপত্যকায় বিজেপির ঝুলিতে ২০-২৫টি, ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট পেতে পারে ৩৫-৩৯টি আসন, পিডিপি জিততে পারে ৪-৭টি আসন এবং অন্যান্যরা জিততে পারে ১২-১৬টি আসন।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরে বিজেপি পেতে পারে ২৪-৩৪টি আসন, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স পেতে পারে ৩৫টি আসন, পিডিপির ঝুলিতে যেতে পারে ৪-৬টি আসন। ৮-২৩টি আসন পেতে পারে অন্যান্যরা।

পিপলস পালসের করা সমীক্ষায় বিজেপি জয়ী হতে পারে ২৩-২৭টি আসনে, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট জয়ী হতে পারে ৪৬-৫০টি আসনে, পিডিপির ঝুলিতে যেতে পারে ৭-১১টি আসন এবং অন্যান্যরা জয়ী হতে পারে ৪-৬টি আসনে।

হরিয়ানায় আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় এমনটাই দেখা যাচ্ছে। দৈনিক ভাস্করের দেওয়া সমীক্ষায় দেখা যাচ্ছে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ১৫-২৯টি আসন জিততে পারে বিজেপি। কংগ্রেস জিততে পারে ৪৪-৫৪টি আসন, আপের ঝুলিতে যেতে পারে ১টি আসন, জেজেপি জোট পেতে ১টি আসন এবং অন্যান্যরা জয়ী হতে পারে ৪-৯টি আসনে।

ধ্রুব রিসার্চের দেওয়া সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপির ঝুলিতে ২২-৩২টি, কংগ্রেস পেতে পারে ৫০-৬৪টি আসন, বাকিদের ঝুলি শূন্য।

পিপলস পালসের সমীক্ষায় দেখা যাচ্ছে, হরিয়ানায় বিজেপি পেতে পারে ২০-৩২টি আসন, কংগ্রেস পেতে পারে ৪৯-৬১টি আসন, জেজেপি জোট পেতে পারে ১টি আসন এবং আইএনএলডির জোট পেতে পারে ২-৩টি আসন।

জম্মু ও কাশ্মীরের ৯০টি আসনে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর মোট তিন দফায় নির্বাচন হয়েছে। হরিয়ানার ৯০ আসনে ৫ অক্টোবর এক দফায় নির্বাচন হয়েছে। দুই রাজ্যেই ফল প্রকাশ হবে ৮ অক্টোবর অর্থাৎ আগামীকাল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in