৫ বছর আগের ঘটনার জের, মোদীর বিরুদ্ধে মানহানির মামলা কংগ্রেস সাংসদের

রেণুকা চৌধুরী নিজের ট্যুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর একটি ভিডিও দিয়ে লিখেছেন, এইভাবে আমাকে সংসদে সূর্পনখার সাথে তুলনা করা হয়েছিল। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবো।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রেণুকা চৌধুরীর
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রেণুকা চৌধুরীরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। পাশাপাশি তিনি আদালতের দ্রুত হস্তক্ষেপেরও দাবি করেছেন।

রেণুকা চৌধুরী নিজের ট্যুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর একটি ভিডিও দিয়ে লিখেছেন, "এইভাবে আমাকে সংসদে সূর্পনখার সাথে তুলনা করা হয়েছিল। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবো। দেখা যাক আদালত কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে"। যদিও অনেকে সাংসদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী কোথাও সূর্পনখার নাম উল্লেখ করেননি।

ভিডিওটি তে সম্ভবত স্পিকারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলছেন, রেণুকাজীকে কিছু বলবেন না। রামায়ণ সিরিয়ালের পরে এই ধরণের হাসি শোনার সুযোগ এখন পেলাম।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রেণুকা চৌধুরীর
Cattle Smuggling Scam: আসানসোল জেলের সুপারিনটেনডেন্টের পর সিউড়ি থানার আইসিকে দিল্লিতে তলব ইডি-র

ঘটনার সূত্রপাত পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৮ সালে। রাজ্যসভায় নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন আধার কার্ডের পরিকল্পনাটি করা হয়েছিল বাজপেয়ী আমলে। মনমোহন সিং-র আমলে নয়। এরপরেই অট্টহাসি হাসতে শুরু করেন রেণুকা চৌধুরী। তার পরেই কংগ্রেস সাংসদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রেণুকা চৌধুরীর
Hindenburg Report: হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে এবার ধস ধনকুবের জ্যাক ডরোসির সাম্রাজ্যে
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রেণুকা চৌধুরীর
‘শিরদাঁড়া বিক্রি নেই’ - শোকজ লেটার পেয়ে গর্বিত ধর্মঘটে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in