লোকসভায় রাহুল গান্ধীর MP পদ খারিজের প্রতিবাদে সংসদে কালো পোশাক পরে আসলেন কংগ্রেস সাংসদরা। এই প্রতিবাদে সামিল হয়েছেন অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। তাঁরাও কালো পোশাক পড়ে সংসদে আসেন।
এর আগে, রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের ডাকা একটি বৈঠকে যোগ দেন বিরোধী দলের সাংসদরা। সেখানেই সংসদের যৌথ কৌশল নিয়ে আলোচনা হয়।
একদিকে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে জরুরি আলোচনার জন্য লোকসভায় একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস সাংসদরা। আবার, রাজ্যসভায় আদানি-হিন্ডেনবার্গ বিষয়ক তদন্তের জন্য সংসদীয় যৌথ কমিটি (JPC) গঠন এবং বিরোধী নেতাদের উপর কেন্দ্রীয় সংস্থার (ED, CBI, IT) অপব্যবহারের উপর স্থগিতাদেশ দাবি করা হয়েছে।
সোমবার, লোকসভায় মুলতবি প্রস্তাব পাঠিয়েছেন কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি। যাতে বলা হয়েছে, ‘হাউস জিরো আওয়ারসহ অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে রাহুল গান্ধীর 'অযোগ্যতা' (সাংসদ পদ খারিজের পদ্ধতি) নিয়ে আলোচনা করতে হবে।’ এতে বলা হয়েছে, ‘রাহুল গান্ধীকে লোকসভার সাংসদ পদ থেকে অযোগ্য ঘোষণা করা ছিল একটি হটকারী এবং ভুল সিদ্ধান্ত, যা ভারতের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’
মুলতুবি প্রস্তাবে লেখা হয়েছে, ‘সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তি সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনে অযোগ্য হলে, সংসদের যেকোনো কক্ষের সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।’
কিন্তু, ‘সংবিধানের ১০৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, কোনও সদস্যকে (সাংসদকে) অযোগ্য ঘোষণার এই অধিকার রয়েছে ভারতের রাষ্ট্রপতির উপর। আর, ১০৩(২) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক অযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এ নিয়ে ভারতের নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করা বাধ্যতামূলক।’
কিন্তু, তা না করে, সুরাট আদালতের রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে রাহুলের সাংসদপদ খারিজ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে লোকসভার স্পিকারের সচিবালয়। যে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই পদক্ষেপ গৃহীত হয়েছে।’
এদিকে জানা যাচ্ছে, ‘মোদী পদবি’ বিতর্ক মামলায় রাহুল গান্ধীর সাংসদপদ খারিজের পর সোমবার, মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে কংগ্রেসের ডাকা সংসদের যৌথ কৌশল নিয়ে আলোচনা সংক্রান্ত বেশ কয়েকটি বৈঠকে যোগ দেয়নি মমতা ব্যানার্জির দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন