উত্তরপ্রদেশে দুটি লোকসভা আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না কংগ্রেস। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে প্রদেশ কংগ্রেস।
বিবৃতিতে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি যোগেশ দীক্ষিত জানিয়েছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে দল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মোকাবিলার জন্য দল নিজেকে পুনর্গঠিত এবং শক্তিশালী করছে।
গত তিন মাস ধরে উত্তরপ্রদেশ কংগ্রেসে কোনো সভাপতি নেই। সূত্রের খবর, ভালো লড়াই দেওয়ার জন্য তৃণমূল স্তরে কোনো সমর্থন না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
আগামী ২৩ জুন রামপুর এবং আজমগড় লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। এই দুটি আসনই সমাজবাদী পার্টির দখলে ছিল। আজমগড়ের সাংসদ ছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এবং রামপুরের সাংসদ ছিলেন আজম খান। দুজনই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
বিজেপি এবং সমাজবাদী পার্টি ইতিমধ্যেই এই দুটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। রামপুর থেকে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খানের ঘনিষ্ঠ অসীম রাজা এবং আজমগড় থেকে লড়বেন অখিলেশ যাদবের খুড়তুতো ভাই ধর্মেন্দ্র যাদব। বিজেপি আজমগড় থেকে ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব নীরাহুয়াকে প্রার্থী করেছে এবং রামপুর থেকে ঘনশ্যাম লোধিকে প্রার্থী করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন