Haryana: বেলা বাড়তেই হরিয়ানায় এগিয়ে বিজেপি! কমিশনের ওয়েবসাইট নিয়ে অসন্তুষ্ট কংগ্রেস

People's Reporter: পোস্টাল ব্যালট গণনার সময় ৬০ আসনের গণ্ডি টপকে যায় কংগ্রেস। তারপরই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখের পড়ার মতো।
জয়রাম রমেশ
জয়রাম রমেশ ফাইল ছবি, আইএনসি এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

হরিয়ানায় বিজেপি এগিয়ে যেতেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া গণনা তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস। কমিশনের ভূমিকা কার্যত বিজেপির জন্য 'লাভজনক' বলেই অভিযোগ করছে হাত শিবির।

মঙ্গলবার হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে। গণনা শুরু হতেই দেখা যায় হরিয়ানায় বিজেপিকে পিছনে ফেলে ব্যাপকভাবে এগিয়ে যায় কংগ্রেস। পোস্টাল ব্যালট গণনার সময় ৬০ আসনের গণ্ডিও টপকে যায় কংগ্রেস। নিউ দিল্লিতে দলের সদর দপ্তরে উৎসব শুরু করে দেন কর্মী সমর্থকরা। কিন্তু বেলা বাড়তেই ঘুরে যায় খেলা। ইভিএম-র ভোট গণনা শুরু হলে দেখা যায় ধীরে ধীরে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে বিজেপি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স মাধ্যমে লেখেন, 'লোকসভা নির্বাচনের মতো, হরিয়ানা নির্বাচনেও আমরা দেখতে পাচ্ছি কমিশনের ওয়েবসাইটে আপ-টু-ডেট ট্রেন্ড ধীর গতিতে আপলোড করা হচ্ছে। বিজেপি কি বিভ্রান্তিকর প্রবণতা শেয়ার করার জন্য প্রশাসনের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে?'

সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় কংগ্রেস নেতা পবন খেরা জানান, "নির্বাচন কমিশনের তথ্য পিছিয়ে রয়েছে। যখন ১১ রাউন্ড গণনা হচ্ছে তখন ওয়েব সাইটে চতুর্থ বা পঞ্চম রাউন্ডের পাওয়া তথ্য দেখাচ্ছে।

পাল্টা কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেন, 'কংগ্রেসের এটা অভ্যাস হয়ে গেছে, যখনই তারা হারে তখনই কান্নাকাটি করে। এর আগে ইভিএম নিয়ে অভিযোগ করত এখন কমিশনের ওয়েবসাইট নিয়ে অভিযোগ করছে'।

উল্লেখ্য, দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৪৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৩৫টি আসনে, আইএনএলডি এগিয়ে ১টি আসনে, বিএসপি এগিয়ে ১টি আসনে এবং নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরেও ভোট গণনা চলছে। মোট ৯০ আসনের মধ্য ন্যাশনাল কনফারেন্স ১টি আসনে (গুরেজ বিধানসভা কেন্দ্রে ১১৩২ ব্যবধানে জয়ী হয়েছেন নাজির আহমদ খান) জয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে ৪২টি আসনে। বিজেপি ১টি আসনে জয়ী হয়েছে (বাসোহলি কেন্দ্রে ১৬০৩৪ ব্যবধানে জয়ী হয়েছেন দর্শন কুমার) এবং এগিয়ে রয়েছে ২৭টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৮টি আসনে। জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স এগিয়ে রয়েছে ২টি করে আসনে। সিপিআইএম এগিয়ে রয়েছে ১টি আসনে (কুলগাম কেন্দ্রে পঞ্চম রাউন্ডের শেষে ৩৯৩৮ ব্যবধানে এগিয়ে রয়েছেন মহম্মদ ইউসুফ তারিগামি) এবং নির্দল প্রার্থীরা এগিয়ে ৭টি আসনে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in