হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী হচ্ছেন স্বঘোষিত গোরক্ষক বিট্টু বজরঙ্গী ওরফে রাজকুমার পাঞ্চাল। জানা গেছে, তিনি ফরিদাবাদের এনআইটি কেন্দ্র থেকে লড়ছেন। তবে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এবিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক বিক্রম সিংহ জানিয়েছেন, বিট্টু বজরঙ্গী মনোনয়ন জমা দিয়েছেন নির্দল প্রার্থী হিসাবে। তিনি এনআইটি কেন্দ্র থেকে লড়ছেন।
জানা গেছে, ‘গো রক্ষা বজরং ফোর্স’ নামে একটি দল চালান বিট্টু। যে দলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও রয়েছে। গত বছরের ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়ায় হরিয়ানার নুহ শহরে। পরের কয়েকদিনের মধ্যে গুরগাঁও-সহ হরিয়ানার বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে ওই হিংসার রেশ। ঘটনায় মোট ৬ জন প্রাণ হারান এবং অসংখ্য আহত হন। ওই হিংসার ঘটনায় বিট্টু বজরঙ্গীর সরাসরি যোগ থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল তাকে। একমাস পরে তাকে জামিন দেয় হরিয়ানার নিম্ন আদালত।
নির্দল প্রার্থী হিসাবে বিট্টু বজরঙ্গীর নাম প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে সাধারণ জনতা থেকে রাজনৈতিক দলগুলির মধ্যে। জানা গেছে, বিট্টু বজরঙ্গীর বিরুদ্ধে চলতি বছর জুলাইতে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, হরিয়ানা বিধানসভার ৯০ আসনেই আগামী ১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু জনস্বার্থে সেই তারিখ পিছিয়ে ৫ অক্টোবর করা হয়েছে। ফলপ্রকাশ হবে ৮ অক্টোবর। বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট।
গত নির্বাচনে বিজেপি জিতেছিল ৪০টি আসনে এবং কংগ্রেস জিতেছিল ৩১টি আসনে। এই নির্বাচনে ১০ আসনে জয়ী হয় জেজেপি এবং ১ আসনে জয়ী হয় আইএনএলডি। বিজেপির বিরোধিতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের পরে বিজেপিকে সমর্থন দেয় জেজেপি এবং সরকারে যোগদান করে তারা। তবে এই মুহূর্তে জেজেপি হরিয়ানা সরকারে নেই। কয়েকমাস আগে সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন