আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে জনমত ও প্রতিরোধ গড়ে তুলতে রাস্তায় নেমেছে কেরালা-সিপিআই(এম)।
দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বিজেপি’র ‘আক্রমণের’ স্বরূপ প্রকাশ করতে সোমবার, নতুন এক যাত্রা শুরু করেছে পিনারাই বিজয়নের দল। এই যাত্রার নাম দেওয়া হয়েছে - Janakeeya Prathirodha Jatha বা 'গণ প্রতিরোধ যাত্রা'। রাজ্যের ১৪০ বিধানসভা কেন্দ্র অতিক্রম করার পরে, ১৪ মার্চ তিরুবনন্তপুরমে শেষ হবে এই যাত্রা।
সিপিআই(এম)-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই যাত্রার আসল লক্ষ্য হল, সাংবিধানিক মূল্যবোধ নষ্টের চেষ্টা চালাচ্ছে আরএসএস-বিজেপি। যা, দেশের জন্য হুমকি। এই হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের কাছে এই বার্তা তুলে ধরতে রাজ্যজুড়ে শুরু হয়েছে Janakeeya Prathirodha Jatha।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের নেতৃত্বে শুরু হয়েছে এই যাত্রা। সোমবার, কাসারগড় জেলার কুম্বলায় এই যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন। সূত্রের খবর, রাজনৈতিক ভাবে যাত্রার লক্ষ্য হল, ২০২৪-র সাধারণ নির্বাচনে ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের’ শক্তি বৃদ্ধি করা।
এদিন যাত্রার সুচনা করে পিনারাই বিজয়ন বলেন, ‘বিজেপি সরকার দেশ, জনগণ, সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং সংসদীয় গণতন্ত্রের জন্য হুমকি। তাঁরা দেশজুড়ে বহু-মুখী আক্রমণ চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা হল বিজেপির হাতিয়ার। বাস্তব সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এটি ব্যবহার করছে বিজেপি। সিপিআই(এম) সর্বদা সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু - উভয় সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করেছে। এই যাত্রার মাধ্যমে সেই বিপদের কথা প্রকাশ করব আমরা।’
কেন্দ্রের অর্থনৈতিক নীতি নিয়েও কটাক্ষ করেন বিজয়ন। তিনি বলেন, ‘একদিকে, বেঁচে থাকার জন্য কৃষক, শ্রমিক এবং সাধারণভাবে মানুষ সংগ্রাম করছে। অন্যদিকে, কিছু লোককে অতি ধনী করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। আর, নির্বাচনী লাভের জন্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলেছে কেন্দ্রীয় সরকার এবং সংঘ পরিবারের সংগঠনগুলি।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন