DA Hike: দীপাবলির আগে সুখবর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য, ৩ শতাংশ হারে ডিএ বাড়ছে

People's Reporter: চলতি বছর ২৪ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। সেবার তাঁদের প্রাপ্ত ডিএ-র হার বেড়ে ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ হয়ে যায়।
৩ শতাংশ হারে ডিএ বাড়ছে কেন্দ্রীয় কর্মী এবং পেনশন ভোগীদের
৩ শতাংশ হারে ডিএ বাড়ছে কেন্দ্রীয় কর্মী এবং পেনশন ভোগীদেরছবি - সংগৃহীত
Published on

দীপাবলির আগে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের জন্য। আরও ৩ শতাংশ বৃদ্ধি করা হল মহার্ঘ্যভাতা বা ডিএ। ফলে এখন ডিএ বেড়ে হল ৫৩ শতাংশ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর দু’বার বৃদ্ধি করা হয় মহার্ঘ্যভাতা। এর আগে চলতি বছর ২৪ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। সেবার তাঁদের প্রাপ্ত ডিএ-র হার বেড়ে ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ হয়েছিল। এবার তা আরও বেড়ে হল ৫৩ শতাংশ।

দীপাবলির আগে ডিএ বেড়ে যাওয়ায় খুশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। বাজারে যেভাবে জিনিসের দাম বাড়ছে, তাতে এই ডিএ বৃদ্ধির ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। এর ফলে সওয়া ১ কোটি মানুষ উপকৃত হবে।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য বৃদ্ধি পেল অনেকটাই। এত দিন যে ব্যবধান ৩৬ শতাংশ ছিল, এখন তা বেড়ে ৩৯ শতাংশ হল। রাজ্য সরকারি কর্মচারীরা এখন ১৪ শতাংশ হারে ডিএ পান। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য শেষ বার ডিএ বৃদ্ধি হয়েছিল গত এপ্রিলে। ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারী কর্মীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে।

কীভাবে হিসাব হয় ডিএ-র? ধরে নেওয়া যাক, কোনও কর্মীর মোট বেতন ৫৫ হাজার ২০০ টাকা। ৫০ শতাংশ হারে ডিএ হলে তিনি ২৭ হাজার ৬০০ টাকা পাবেন। ৩ শতাংশ বেড়ে ডিএ ৫৩ শতাংশে পৌঁছে যাওয়ায় এখন হাতে আসবে ২৯ হাজার ২৫৬ টাকা। 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in