MP: যৌন হেনস্থার মামলা না তোলায় দলিত মহিলাকে নগ্ন করে তার সামনে নাবালক ছেলেকে পিটিয়ে খুন, গ্রেফতার ৯

২০১৯ সালে চার ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন নাবালকের দিদি। অভিযুক্তরা সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু নির্যাতিতা তা করেননি। এইভাবে মাশুল দিতে হলো ওই পরিবাকে।
MP: যৌন হেনস্থার মামলা না তোলায় দলিত মহিলাকে নগ্ন করে তার সামনে নাবালক ছেলেকে পিটিয়ে খুন, গ্রেফতার ৯
ছবি প্রতীকী
Published on

যৌন হেনস্থার মামলা তুলে না নেওয়ায় দলিত নির্যাতিতার নাবালক ভাইকে পিটিয়ে হত্যা করলো জনতা। ছেলেকে বাঁচাতে যাওয়ায় মাকে নগ্ন করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। মারধর করা হয় দিদিকেও। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে যার মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০১৯ সালে চার ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ দায়ের করেছিলেন নিহত বালকের দিদি। অভিযুক্তরা সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু নির্যাতিতা তা করেননি। এইভাবে তার মাশুল দিতে হলো ওই দলিত পরিবাকে।

মৃত নাবালকের মা জানিয়েছেন, “ওরা অনেক মারল আমার ছেলেকে। ও আর বাঁচলো না। আমাকেও নগ্ন করে দাঁড় করিয়ে রাখল। পুলিশ না আসা পর্যন্ত আমি ওইভাবেই দাঁড়িয়ে রইলাম। শুধু মারধরই নয়, ঘরের মধ্যে ভাঙচুর ও লুঠপাট চালিয়েছে। ঘরের একটা জিনিসও আর আস্ত নেই। এমনকি পাকা ছাদও ভেঙে দিয়ে গেছে।”

নির্যাতিতার কাকার বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। নির্যাতিতার কাকিমা জানিয়েছেন, "আমার স্বামী এবং ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এমনকি আমাদের ফ্রিজ খুলেও দেখেছে ভিতরে কী আছে।"

জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি সঞ্জীব উইকে জানিয়েছেন, “এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। এছাড়াও ৩ জনের বিরুদ্ধে তফশিলি জাতি/উপজাতি আইনের ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, চার বছর আগে ওই নাবালকের দিদির করা যৌন হেনস্থা, হুমকি ও মারধরের মামলাতেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই ওই মৃত নাবালকের গ্রামে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই কারণে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।”

অন্যদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ভোটমুখী রাজ্যে। শাসক বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, “দেশের মধ্যে সবচেয়ে বেশি দলিতদের প্রতি অত্যাচারের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। রাজ্যের বিজেপি সরকার মধ্যপ্রদেশকে দলিতদের উপর নৃশংস অত্যাচারের গবেষণাগার তৈরি করেছে।” রাজ্য কংগ্রেসের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এই ঘটনায় মৃত নাবালকের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন। অভিযুক্তদের সঙ্গে ‘বিজেপি যোগ’ আছে বলেও দাবি তাঁর।

MP: যৌন হেনস্থার মামলা না তোলায় দলিত মহিলাকে নগ্ন করে তার সামনে নাবালক ছেলেকে পিটিয়ে খুন, গ্রেফতার ৯
Duttapukur Blast: শেষ ৯ বছরে রাজ্যে বিস্ফোরণে মৃত ৭০ জনেরও বেশি! দত্তপুকুর গেলেন সেলিম
MP: যৌন হেনস্থার মামলা না তোলায় দলিত মহিলাকে নগ্ন করে তার সামনে নাবালক ছেলেকে পিটিয়ে খুন, গ্রেফতার ৯
ছোট ঘটনা, রাহুল গান্ধীও এটা নিয়ে টুইট করে দিল! - দাবি মুসলিম ছাত্রকে চড় মারতে বাধ্য করা শিক্ষিকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in