দিল্লির আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দূষিত যমুনা নদীতে ডুব দিয়েছিলেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। তারপরেই তাঁর সারা গায়ে অস্বস্তিকর জ্বালা শুরু হয়, চুলকানি শুরু হয়। শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও এটাকে ‘বিজেপির নাটক’ বলে অভিহিত করেছে আপ।
দিল্লির যমুনা নদীর দূষণের খবর প্রায়ই খবরের শিরোনামে থাকে। বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ভেসে আসায় নদীর জলে সাদা ফেনা দেখা যায়। যমুনা নদী স্নান করারও অনুপযোগী হয়ে উঠেছে। এমনকি দিল্লির জল পরিশোধন কেন্দ্রগুলিতেও অ্যামোনিয়া জাতীয় পদার্থের পরিমাণ বেড়েছে।
বিজেপির অভিযোগ, যমুনা পরিষ্কারের জন্য যে তহবিল তৈরি করা হয়েছিল, দিল্লির আপ সরকার তার অপব্যবহার করেছে। আপ ২০২৫ সালের মধ্যে যমুনাকে পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেকথাও বিজেপি স্মরণ করিয়ে দিচ্ছে।
এই পরিস্থিতিতে দিল্লির আপ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং যমুনা নদীর কাছে ‘ক্ষমা চাইতে’ বৃহস্পতিবার নদীতে ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন দিল্লির বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। আর তাতেই বাঁধে বিপত্তি। প্রথমে সারা গায়ে চুলকুনি ও র্যাশ বের হয় বীরেন্দ্রর। এর পর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তাঁর। যার জেরে তাঁকে ভর্তি করা হয় দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে।
যদিও এই ঘটনাকে ‘বিজেপির নাটক’ বলে অভিহিত করেছেন দিল্লির পরিবেশমন্ত্রী তথা আপ নেতা গোপাল রাই। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকার দূষণ নিয়ে কোনও পদক্ষেপ না করার জন্যই দূষিত হচ্ছে যমুনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন