জমির বিনিময়ে চাকরি কাণ্ডে (Land for job scam) আপাতত স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রবাড়ি দেবী এবং তাঁর দুই কন্যা মিশা ভারতী ও হেমা যাদব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে।
রেলের জমির বিনিময়ে চাকরি কাণ্ডে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাবড়ি দেবী ও তাঁর দুই কন্যা। আদালত প্রত্যেককে ১ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।
ইডির চার্জশিট পেশের পরই শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে যান রাবড়ি দেবী, মিসা ভারতী এবং হেমা যাদব। কেন্দ্রীয় সংস্থার চার্জশিটের বিরুদ্ধে আদালতে আর্জি জানান তাঁরা।
রাবড়ি দেবী, তাঁর দুই কন্যা, অমিত কাত্যাল, হৃদয়ানন্দ চৌধুরী এবং অন্যান্যদের বিরুদ্ধে ৬০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ আছে। সেই কারণেই তল্লাশি চালাচ্ছে ইডি।
এর আগে নীতিশ কুমারের 'ডিগবাজির' পরেই লালু প্রসাদ যাদবকে ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তেজস্বী যাদবকে জেরা করে ৮ ঘন্টা। এছাড়া রাবড়ি দেবী এবং মিসা ভারতীকে পাটনায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৯ সময়কালে রেলের পশ্চিম মধ্য অঞ্চলের অধীন, মধ্যপ্রদেশের জব্বলপুরে লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন বেশ কিছু নিয়োগ হয়েছিল। যে নিয়োগ অনৈতিকভাবে হয়েছিল বলে অভিযোগ। মূলত চাকরি দেবার পরিবর্তে লালু প্রসাদের পরিবারের সদস্যরা চাকরি প্রাপকদের কাছ থেকে জমি লিখিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল এই মামলায়। এই মামলায় নাম জড়ায় এ কে ইনফোসিস্টেমস প্রাইভেট লিমিটেড নামক এক কোম্পানিরও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন