দিল্লির আবগারি দুর্নীতিতে এবার তলব করা হল দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাস গেহলটকে। ইতিমধ্যেই শনিবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন আপ সরকারের ওই মন্ত্রী। আর্থিক অনিয়ম সংক্রান্ত বিভন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা যাচ্ছে।
কেজরিওয়ালের গ্রেফতারির পর এই প্রথম ইডি দফতরে হাজিরা দিলেন দিল্লি সরকারের কোনো মন্ত্রী। ইডি সূত্রে খবর, দিল্লির আবগারি নীতিতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন কৈলাস গেহলট। সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। চার্জশিটে ইডি আরও জানিয়েছিল, এই মন্ত্রী একটি সিম কার্ড ব্যবহার করতেন। কিন্তু তিনবার তিনি আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করেছিলেন।
এই দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছিলেন দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। প্রথমে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তিহার জেলে তাঁকে জেরার পর গ্রেফতার করে ইডিও। এছাড়াও কিছু দিন আগেই গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে।
প্রসঙ্গত, আপ সরকারের আমলে আবগারি নীতি বদলে ফেলে কয়েকটি সংস্থাকে বেআইনি ভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিতর্কের জেরে ২০২২ সালে নয়া আবগারি নীতি বাতিল করার কথা ঘোষণা করেছিল দিল্লির আপ সরকার। কিন্তু তার আগেই এ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন