ধর্ষণের দায়ে অভিযুক্ত রাম রহিমকে এবার প্যারোলে মুক্তি দিল আদালত। আপাতত এক মাসের জন্য মুক্তি। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে হরিয়ানার পঞ্চকুলা আদালত রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল। রোহতকের সুনারিয়া জেলে বন্দি ছিলেন স্বঘোষিত ধর্মগুরু।
রাম রহিমের ধর্ষণকান্ড প্রকাশ্যে আনার কারণে একজন সাংবাদিককে খুন হতে হয়েছিল। সেই খুনের ঘটনার সাথে যুক্ত আরও তিনজনের সাথে দোষী সাব্যস্ত করা হয়েছিল রাম রহিমকে। এর পাশাপাশি ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যার ঘটনায় দোষীর তালিকায় নাম রয়েছে রাম রহিমের।
এর আগেও চারবার জেল থেকে বেরোনোর অনুমতি পেয়েছিল রাম রহিম। তবে এই প্রথমবার প্যারোলে মুক্তি মিলল তার। 'সামাজিক সম্পর্কের' অজুহাত দিয়ে গত ফেব্রুয়ারীতেই তাকে জেল থেকে ছাড়া হয়েছিল।
সূত্রের খবর, প্যারোলে মুক্তি পাওয়ার পর প্রথমেই ডেরায় যেতে পারেন রাম রহিম। এছাড়াও উত্তরপ্রদেশের আশ্রমেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এক মাস পরে আবার জেলে ফিরে আসতে হবে তাকে। তবে এর আগে স্বল্প সময়ের জন্য মুক্তি পেলেও প্যারোলের মাধ্যমে এই প্রথম একটানা অনেক দিনের জন্য জেল থেকে ছাড়া পেলেন রাম রহিম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন