Shiv Sena Conflict: শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে - শিবসেনা বিতর্কে দাবি আইনজীবীর

People's Reporter: আইনজীবী সরোদে স্পিকারের রায়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি কেবল একটি আন্তঃদলীয় বিরোধের বিষয় নয়, এই ঘটনা দেশের "গণতন্ত্র ও সংবিধানের জন্য ক্ষতিকর"।
উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ধে
উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ধেফাইল ছবি - গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকর বিধায়কদের অযোগ্যতার বিষয়ে তাঁর রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশাবলী মেনে চলেননি এবং "শীর্ষ আদালতের গুরুতর অবমাননা করেছেন"। মঙ্গলবার এক শীর্ষস্থানীয় সাংবিধানিক বিশেষজ্ঞ এই দাবি করেছেন।

ওয়ারলিতে এক বিশাল সভায় কার্যত স্পিকারের ১০ জানুয়ারী দেওয়া রায়কে ছিঁড়ে ফেলে, আইনজীবী অসীম সরোদে এই ঘটনায় নারওয়েকরকে কাঠগড়ায় তোলেন এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁকে রায় দেওয়ার জন্য অভিযুক্ত করেন।

আইনজীবী অসীম সরোদে বলেন, "সিদ্ধান্তটি ম্যাগি নুডুলসের মতো তৈরি করা হয়েছিল... স্পিকার ম্যাজিস্ট্রেট আদালতের মতো 'প্রমাণ' নিয়েছিলেন... রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সিদ্ধান্তকে অকারণে বিলম্বিত করা হয়েছিল।"

সরোদে মনে করেন যে নজির এবং নিয়মের বিপরীতে গিয়ে স্পিকার তাঁর সিদ্ধান্তে বিধানসভায় এক দলের সংখ্যাগরিষ্ঠতা (মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল) মেনে নিয়েছেন এবং সর্বোচ্চ রাজনৈতিক শক্তির দলটিকে উপেক্ষা করেছেন।

তিনি আরও বলেন, বিধানসভায় কোনও দলের সীমিত মেয়াদ পাঁচ বছরের এবং পরে তা পরিবর্তিত হতে পারে। কিন্তু রাজনৈতিক দল একটি বড় সত্তা এবং যা বিধানসভার নির্বাচিত বিধায়কদের সীমিত মেয়াদের মধ্যে আটকে থাকে না। স্পিকার এই বিষয়টির বিবেচনা করেননি।

তিনি বলেন, যদিও শীর্ষ আদালত চিফ হুইপ হিসেবে ভারত গোগাভেলের (শিন্দে গোষ্ঠীর) নির্বাচনকে "অবৈধ" হিসাবে ঘোষণা করেছে, তা সত্বেও স্পিকার সেই নিয়োগকে একটি আইনি নিয়োগ হিসাবে ঘোষণা করেছেন এবং যার মাধ্যমে তিনি "অন্যায়বিচারকে ন্যায়বিচার হিসাবে নামকরণ করেছেন"। .

আইনজীবী সরোদে স্পিকারের রায়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি কেবল একটি আন্তঃদলীয় বিরোধের বিষয় নয়, এই ঘটনা দেশের "গণতন্ত্র ও সংবিধানের জন্য ক্ষতিকর"।

তিনি আরও বলেন, ১০ জানুয়ারির রায়ের অনেক আগে, "প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনগণের মধ্যে খুব স্পষ্ট ধারণা ছিল যে রায় ঘোষণায় অবিচার হবে" এবং তাদের আশঙ্কা সত্য হয়েছে।

শিবসেনা-ইউবিটি প্রধান মুখপাত্র এবং সাংসদ সঞ্জয় রাউত, স্পিকারের রায়ের নিন্দা করে বলেছেন "তিনি শিবসেনাকে একদল চোরের হাতে তুলে দিয়েছেন"।

রাউথ বলেন, "স্পিকারের রায় মহারাষ্ট্রের গৌরবময় গণতান্ত্রিক ঐতিহ্যের উপর একটি কলঙ্ক... এমন সিদ্ধান্ত তার (নারওয়েকরের) স্ত্রীর কাছেও গ্রহণযোগ্য হবে না।"

টাউন হলের এই সভায় উপস্থিত ছিলেন এসএস-ইউবিটি-এর সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর স্ত্রী রশ্মি, ছেলে আদিত্য এবং তেজস, দলের শীর্ষ নেতা, পদাধিকারী এবং কর্মীরা। এই অনুষ্ঠানটি রাজ্য জুড়ে সরাসরি সম্প্রচার করা হয়।

উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ধে
Maharashtra: শিন্ডে গোষ্ঠীই আসল শিবসেনা! স্পিকারের সিদ্ধান্তকে 'গণতন্ত্রের হত্যা' বলে কটাক্ষ উদ্ধবের
উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ধে
Ram Temple: রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ নিয়ম মেনে হচ্ছে না, শঙ্করাচার্যের সুরে সুর নির্মোহী আখড়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in