Bihar: টাকা বিলি করেও ভোট পাননি, রেগে গিয়ে দুই দলিতকে বেধড়ক মার, বাধ্য করা হলো থুতু চাটতে

ভোট পাওয়ার জন্য টাকা বিলি করেছিলেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় যে, তিনি প্রধান পদে হেরে গিয়েছেন। আর সেই হারের রোষ পড়েছে দুই দলিত ব্যক্তির ওপর। পুলিশ অভিযুক্ত বলবন্ত সিংহকে গ্রেফতার করেছে।
থুতু চাটছে দলিত ব্যক্তি
থুতু চাটছে দলিত ব্যক্তিছবি সংগৃহীত
Published on

পঞ্চায়েত প্রধানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ভোট পাওয়ার জন্য টাকা বিলি করেছিলেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় যে, তিনি প্রধান পদে হেরে গিয়েছেন। আর সেই হারের রোষ পড়েছে দুই দলিত ব্যক্তির ওপর। মারধর করে, থুতু চাটতে বাধ‍্য করা হলো দলিতদের।

ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। পুলিশ অভিযুক্ত বলবন্ত সিংহকে গ্রেফতার করেছে। নিজের হারের জন্য দলিতরাই দায়ী বলে মনে করেন‌ বলবন্ত সিং। টাকা বিলি করেও দলিতদের ভোট পাননি তিনি। মনে হতেই দুই ব‍্যক্তিকে 'শাস্তি' দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন তিনি। শাস্তি দেওয়ার ভিডিও ভাইরাল হতেই রাজ্য ও দেশবাসী এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন।

ভিডিওয় দেখা যাচ্ছে, বলবন্ত নিজের হারের জন্য দুই দলিত ব্যক্তিকে মারধর করছেন। বলবন্তকে বলতে শোনা গিয়েছে, তিনি টাকা দিয়েছিলেন ওই দুই দলিতকে ভোট দেওয়ার জন্য। তা সত্ত্বেও তাঁরা ভোট দেননি তাঁকে। তাই তাঁদের শাস্তি দিতে চেয়েছেন তিনি। শাস্তিস্বরূপ কান ধরে ওঠবস করিয়েছেন ওই দুই ব্যক্তিকে। শুধু তাই নয়, মাটিতে থুতু ফেলে দলিতদের ঘাড় ধরে তা চাটতেও বাধ্য করেছেন অভিযুক্ত। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পিপলস্ রিপোর্টার।

ওই জেলার পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত বলবন্তকে গ্রেফতারও করা হয়েছে।

থুতু চাটছে দলিত ব্যক্তি
উত্তরপ্রদেশ - পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্কের সন্দেহে দলিত যুবকের পায়ুদ্বারে রড ঢুকিয়ে নির্যাতন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in