'দেশ কে উত্তপ্ত করে তুলতে চান?' - নামবদল ইস্যুতে BJP নেতাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

দেশের প্রাচীন ঐতিহাসিক, ধর্মীয় স্থানের ‘আসল নাম’ খুঁজে বের করার জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে, জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট ফাইল ছবি সংগৃহীত
Published on

'নাম বদল কমিশন' গঠনের জন্য বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় যে আবেদন করেছিলেন, সোমবার তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (The Supreme Court)।

দেশের প্রাচীন ঐতিহাসিক, ধর্মীয় স্থানের ‘আসল নাম’ খুঁজে বের করার জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে, জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়।

ভারতে যেসব শহর এবং ঐতিহাসিক স্থানের নাম 'হামলাকারীদের' নামে রাখা হয়েছে, সেসব জায়গার 'আসল নাম' খুঁজে বের করে তা পরিবর্তন করার দাবি জানিয়ে, গত ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় (BJP leader Ashwini Kumar Upadhyay)।

সোমবার, শুনানির সময় এই জনস্বার্থ মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কেএম জোসেফ (Justice KM Joseph) ও বিচারপতি বিভি নাগরত্নার (Justice BV Nagarathna) বেঞ্চ। অশ্বিনী উপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতির বেঞ্চ জানায়, ‘আপনি কি দেশকে উত্তপ্ত করে তুলতে চান?’

বিচারপতি কেএম জোসেফ বলেন, 'হিন্দুধর্ম একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। হিন্দুধর্ম একটি জীবন ব্যবস্থা। হিন্দুধর্মে কোনও গোঁড়ামি নেই। অতীতকে খুঁড়বেন না, যা কেবল বৈষম্য সৃষ্টি করে। আপনি এভাবে দেশকে উত্তপ্ত করে তুলতে পারেন না।' 

আবেদন খারিজ করে বিচাপতির বেঞ্চ জানায়, ‘ইতিহাস খুঁড়ে দেশের বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মকে উত্তেজিত করা উচিত নয়।’

আবেদনে অশ্বিনী উপাধ্যায় দাবি করেন, ‘সম্প্রতি মুঘল গার্ডেন-এর নাম পরিবর্তন করে অমৃত উদ্যান রাখা হলেও, হানাদারদের নামে থাকা রাস্তাগুলির নাম পরিবর্তনের জন্য কিছুই করেনি সরকার। তাই, দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এবং 'মর্যাদার অধিকার, ধর্মের অধিকার এবং সংস্কৃতির অধিকার' সুরক্ষিত রাখতে শীর্ষ আদালতের এই পদক্ষেপ নেওয়া উচিত।'

কিন্তু, বিজেপি নেতার এই আবেদন আজ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in