RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে IMA-র ডাকে দেশজুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি

People's Reporter: সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভারতে প্রায় ৪ লক্ষ চকিৎসক রি কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার বিচার চাইছে গোটা দেশ।
RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে IMA-র ডাকে দেশজুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি
প্রতীকী ছবি
Published on

আরজি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশজুড়ে ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। যার জেরে ভারতে ৫০ হাজারের বেশি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে। এমনকি এই সংগঠনের সদস্যরা যদি কোনও চেম্বারে বসেন আজ সেই চেম্বারও বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠন।

কলকাতা থেকে মুম্বই, শ্রীনগর থেকে কন্যাকুমারী দেশের প্রায় সর্বত্র আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড সহ অন্যান্য দেশেও মানুষ গর্জে উঠছেন দোষীদের শাস্তির দাবিতে। আজ ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করছেন IMA-র সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভারতে প্রায় ৪ লক্ষ চিকিৎসক কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার বিচার চাইছে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালের চিকিৎসকদের বারবার হেনস্থার শিকার হতে হয়। দেশে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বিশেষ করে মহিলা চিকিৎসকদের। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগাতে হবে, নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হবে।

অন্যদিকে, চিকিৎসকদের কর্মবিরতির জন্য ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা। দেশের পাশাপাশি কলকাতাতেও রোগি ভোগান্তির খবর পাওয়া যাচ্ছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে IMA-র ডাকে দেশজুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি
RG Kar Case: সরকারি অনুদান প্রত্যাখান একাধিক পুজো কমিটির, 'আঁতলামি, বিপ্লবীয়ানা' কটাক্ষ কুণালের
RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে IMA-র ডাকে দেশজুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি
গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর সকালে ফের CBI দপ্তরে সন্দীপ ঘোষ, সাংবাদিকদের একটিই অনুরোধ করলেন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in