বুধবার মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকা আরও দুর্বল হয়ে ৭৯.৬৫ টাকার নিচে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির সংখ্যার কারণে ডলারের বিপরীতে টাকার দামে বদল শুরু হবে, যা বুধবারের পরে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
LKP সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট, ভাইস প্রেসিডেন্ট, যতীন ত্রিবেদী বলেন, "টাকার লেনদেন হয়েছে সামান্য ক্ষতির সাথে এবং তা ৭৯.৬৫ এর নিচে নেমে গেছে কারণ ডলার সূচক $১০৮ টাকার ওপরে ইতিবাচক লেনদেন করেছে ৭৯.২৫-৭৯.৭৫ এর মধ্যে।"
ত্রিবেদী জানিয়েছেন অপরিশোধিত তেলের মূল্য $১০০ এর নিচে নেমে যাওয়া টাকার জন্য একটি ইতিবাচক দিক হতে পারে। যদিও বুধবার সন্ধ্যার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির কারণে ডলারের অনুপাতে টাকার মূল্যে বড় পরিবর্তন দেখা দিতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন