আগামী সপ্তাহে ভারতীয় টাকা মার্কিন ডলারের অনুপাতে ৭৯.৫০ থেকে ৮০.৫০-এর মধ্যে ঘোরাফেরা করবে। শুক্রবার এল কে পি সিকিউরিটিজের একজন সিনিয়র আধিকারিক একথা জানিয়েছেন।
শুক্রবার প্রাথমিক কেনাবেচার সময়, ভারতীয় টাকা সাত পয়সা বেড়ে এক ডলারের অনুপাতে ৭৯.৯২ টাকায় পৌঁছেছে।
LKP সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট, ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদীর মতে, আগামী সপ্তাহে ভারতীয় টাকার দাম ৭৯.৫০ থেকে ৮০.৫০-এর মধ্যে দেখা যেতে পারে।
ত্রিবেদী বলেন, "ভারতীয় টাকা ৭৯.৮০ এবং ৭৯.৯৮ এর মধ্যে লেনদেন করেছে। ডলারের সূচক একটি ক্ষেত্রে লেনদেন করায়, ১০৫ ডলারের উপরে না হওয়া পর্যন্ত ডলারের প্রবণতা ইতিবাচক... ডলারের পরবর্তী বাধা $১১০ এর কাছাকাছি দেখা যেতে পারে, তাই টাকা আরও দুর্বল হতে পারে। যে প্রবণতা ৮০.৫০ এর দিকে অব্যাহত রয়েছে।"
তিনি বলেন, ৭৯.২৫ টাকার জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে এবং ৭৯.২৫ টাকার উপরে বিরতি টাকার জন্য শর্ট কভারিং হিসেবে গণ্য হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন