ভারতীয় টাকার দামে সর্বকালীন পতন। বৃহস্পতিবার, মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৮৩.০৬ পয়সা। গত ২০ বছরে টাকার এই মূল্য পতন সর্বাধিক। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিদেশী তহবিল বহির্গমনের ফলে টাকার দামে এই অবমূল্যায়ন ঘটেছে।
বুধবার, বাজার বন্ধের সময় ডলারের বিপরীতে টাকার দাম ৮৩-তে পৌঁছায়। কিন্তু, বৃহস্পতিবার, বাজার খোলার পরেই এক ডলারের দাম পৌঁছে যায় ৮৩.০৫ টাকা। কয়েক মিনিটের ব্যবধানে তা ৮৩.০৬ পয়সায় ঠেকে।
এদিকে, ডলারের সূচক (যা ছয়টি মুদ্রার ওপরে গ্রিনব্যাকের শক্তির পরিমাপ করা হয়) ০.০৭ শতাংশ বেড়ে ১১৩.০৬-এ দাঁড়িয়েছে। এদিকে, ব্রেন্ট ক্রুড ফিউচার, গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক, ব্যারেল প্রতি ০.১৭ শতাংশ কমে USD ৯২.২৫ এ ঠেকেছে।
ডোমেস্টিক ইক্যুইটি মার্কেট ফ্রন্টে, ৩০ টি শেয়ারের BSE সেনসেক্স ১৪০.০৯ পয়েন্ট বা ০.২৪ শতাংশ কমে ৫৮,৯৬৭.১০-এ ট্রেড করছে। একইভাবে, NSE নিফটি ৪৩.৯৫ পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমে ১৭,৪৬৮.৩০-এ নেমে এসেছে।
বাজার বিশেষজ্ঞদের অভিমত, টাকার এই মূল্য পতনের প্রধান কারণ হল - মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র সরকারের তরফে আরও সুদ বৃদ্ধির সম্ভাবনা, শেয়ার বাজারের পতন এবং সেখান থেকে বিদেশী লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি প্রত্যাহার।
সম্প্রতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, টাকার দাম পড়ছে না, ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। পাশাপাশি, টাকার পতন রোধে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI) যথাসাধ্য চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। তারপর থেকে ব্যাপক বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে। কিন্তু, কয়েকদিন না পেরোতেই- টাকার দামে সর্বকালীন পতন ঘটল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন