নির্বাচনী বন্ড বা ইলেক্টোরাল বন্ডের ফলে বিজেপিকে মূল্য চোকাতে হবে, এমনই দাবি করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। অর্থনীতিবিদের মতে, এর ফলে ভারতে ভোট দুই দলের মধ্যে নয়, ভোট হবে বিজেপি ও ভারতীয় জনগণের মধ্যে। উল্লেখ্য, পরকালা প্রভাকর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী।
এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ইলেক্টোরাল বন্ড প্রসঙ্গে পরকালা প্রভাকর বলেন, "নির্বাচনী বন্ডের মাধ্যমে দুর্নীতি যে হয়েছে, তা সকলে দেখতে পেয়েছেন। নির্বাচনী বন্ড কেবল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। সেটাও সবাই এখন বুঝতে পারছে। এই ঘটনার জেরেই বর্তমান কেন্দ্র সরকারকে সাধারণ ভোটাররা কড়া শাস্তি দেবে।“
তিনি আরও বলেন, “নির্বাচনী বন্ডের ফলে ভারতে ভোট দুই দলের মধ্যে নয়, ভোট হবে বিজেপি ও ভারতীয় জনগণের মধ্যে।“
এর আগে গত ১৮ মার্চ শীর্ষ আদালতের পক্ষ থেকে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য ২১ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে ২১ মার্চ এই সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়। তারপরই জানা যায় কোন রাজনৈতিক দল বন্ডের মাধ্যমে কত অনুদান পেয়েছে।
মোট অনুদানের সিংহভাগই পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। গত পাঁচ বছরে বিজেপির প্রাপ্ত অনুদানের পরিমাণ ৬৯৮৬.৬ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল, তাদের প্রাপ্ত অনুদানের পরিমাণ ১৩৯৭ কোটি টাকা। কংগ্রেসের প্রাপ্ত অনুদান ১৩৩৪ কোটি টাকা এবং ভারত রাষ্ট্র সমিতির প্রাপ্ত অনুদান ১৩২২ কোটি টাকা।
আরও জানা গেছে, সিবিআই, ইডি এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের মুখোমুখি হওয়া ৪১ টি কোম্পানি নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপিকে মোট ২,৪৭১ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে ১,৬৯৮ কোটি টাকা বিজেপি পেয়েছে এই কোম্পানিগুলিতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির পরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন