সমাজে নীতিপুলিশি থাকা দরকার। এতে সবাই নিজেদের দায়িত্ব পালন করে। নীতিপুলিশের সমর্থনে একথা বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
সম্প্রতি ম্যাঙ্গালুরুতে নীতিপুলিশ মামলায় হিন্দু সংগঠনের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি বিধায়ক উমাপথি কোত্যান যুবককে সমর্থন করেছিলেন। বুধবার মুখ্যমন্ত্রী দক্ষিণ কন্নড় সফরে এলে এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল।
নীতিপুলিশের হয়ে সওয়াল করে মুখ্যমন্ত্রী বলেন, "সমাজে নৈতিকতা থাকা উচিত। নৈতিকতা ব্যতীত আমরা বাঁচতে পারি না। প্রত্যেকেরই এই বিষয়ে দায়িত্ব নেওয়া উচিত। তবে সম্প্রীতি বজায় রাখা আমাদের কর্তব্য। এতে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজের কিছু অনুভূতি রয়েছে, যেখানে কারোরই আঘাত করা উচিত নয়। যখন এই অনুভূতিগুলোতে আঘাত লাগে, তখন সমাজে তার প্রতিক্রিয়া দেখা দেবে। তরুণদের নিশ্চিত করতে হবে যে তাঁরা সমাজের অনুভূতিতে আঘাত করবে না।"
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, মহিলাদের ওপর হামলা করা এবং হামলাকারীদের রক্ষা করা রাজ্যে ক্ষমতাসীন বিজেপির অভ্যাসে দাঁড়িয়েছে।
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন