লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙন বিজেপি শিবিরে। সোমবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং বিজেপি ছাড়লেন। সোমবার বিজেপি থেকে ইস্তফা দিয়ে প্রাক্তন মন্ত্রী জানান, মঙ্গলবারই তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, গত মাসে বীরেন্দ্র সিংয়ের পুত্র ব্রিজেন্দর সিং বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।
তবে শুধু বীরেন্দ্র সিং নন, তাঁর স্ত্রী তথা বিজেপির প্রাক্তন বিধায়ক প্রেম লতাও দল ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ১০ বছর আগে ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরেন্দ্র। এক দশক পর ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করছেন তিনি। ২০১৪-১৯ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ, ইস্পাত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন বীরেন্দ্র।
সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বীরেন্দ্র বলেন, "আমি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি এবং দলের সভাপতি জেপি নাড্ডার কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। আমার স্ত্রী প্রেম লতা, যিনি ২০১৪-১৯ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন, তিনিও পদত্যাগ করেছেন। আগামীকাল আমরা কংগ্রেসে যোগ দেব।"
প্রসঙ্গত, ১০ মার্চ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন বীরেন্দ্র সিংয়ের ছেলে হিসার কেন্দ্রের সাংসদ ব্রিজেন্দর সিং। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর বিজেপি ছাড়ার জল্পনা তৈরি হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন