Gujarat: স্ট্যাচু অফ ইউনিটিতে ফাটল নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'ভুয়ো' পোস্ট! অভিযোগ দায়ের

People's Reporter: ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৩৫৩ (১) ধারার অধীনে মামলা রুজু করেছে পুলিশ। এফআইআর-এ বলা হয়েছে, মিথ্যা খবর প্রচার করে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। শান্তি নষ্ট করা হচ্ছে।
স্ট্যাচু অফ ইউনিটি
স্ট্যাচু অফ ইউনিটিছবি - সংগৃহীত
Published on

গুজরাটের 'স্ট্যাচু অফ ইউনিটিতে' ফাটল নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'ভুয়ো' পোস্ট করার অভিযোগে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে গুজরাট পুলিশ। পুলিশের দাবি, ওই ব্যক্তি এক্স মাধ্যমে 'ভুয়ো' খবর ছড়াচ্ছেন।

বেশ কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে একটি ছবি ঘুরছে। যেখানে দাবি করা হচ্ছে, স্ট্যাচু অফ ইউনিটিতে ফাটল দেখা দিয়েছে। যেকোনও মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে। 'RaGa4India' নামক একটি এক্স হ্যান্ডেল থেকে হিন্দি ভাষায় লিখে পোস্টটি করা হয়। গত ৮ সেপ্টম্বর এটি শেয়ার করা হয়।

পুলিশ সূত্রে খবর, স্ট্যাচু অফ ইউনিটি এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ট্যুরিজম গভর্ন্যান্স অথরিটির ইউনিট-১ এর ডেপুটি কালেক্টর অভিষেক রঞ্জন সিনহার অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৩৫৩ (১) ধারার অধীনে মামলা রুজু করেছে পুলিশ। এফআইআর-এ বলা হয়েছে, মিথ্যা খবর প্রচার করে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। শান্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানায়, স্ট্যাচু অফ ইউনিটির একটি পুরনো ছবি ভাইরাল করা হয়েছে। মূর্তি যখন তৈরি করা হচ্ছিল সেই সময়ের ছবি। যদিও পরে ওই অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে দেওয়া হয়।

প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুজরাটের কেভাদিয়াতে ১৮২ মিটার উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি নির্মাণ করা হয়। ভারত তথা বিদেশি পর্যটকদের অন্যতম পর্যটন ক্ষেত্র হয়ে উঠেছে এই স্ট্যাচু অফ ইউনিটি। ২০১৮ সালে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তি উদ্বোধন করেছিলেন।

স্ট্যাচু অফ ইউনিটি
Anil Vij: হরিয়ানা বিজেপিতে বিড়ম্বনা! মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানাবেন প্রবীণ নেতা অনিল ভিজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in