টাকার মূল্য পতনের সর্বকালীন রেকর্ড হল বৃহস্পতিবার। ডলার পিছু টাকার দাম হয়েছে ৭৭ টাকা ৩৩ পয়সা। এই বিনিময় হারেই লেনদেন শেষ হয়েছে। এনিয়ে গত ১০ টি ট্রেডিং সেশনে পাঁচবার টাকার দাম কমল।
মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার কারণে উদ্বেগ বেড়েছে বিশ্ব বাজারে। জানা যাচ্ছে, বুধবার ডলার পিছু টাকার দাম ছিল ৭৭ টাকা ৬১ পয়সা। এ দিন ট্রেডিং সেশনের একটা সময়, ডলার পিছু টাকার দাম কমে হয় দাঁড়ায় ৭৭ টাকা ৭৬ পয়সা। শেষে তা গিয়ে পৌঁছায় ৭৭.৭২-তে।
মহামারী করোনা পরিস্থিতিতে এমনিতেই দুর্বল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। এরইমাঝে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক অস্থিরতা। যার প্রভাব ভারতেও পড়েছে। চলতি বছরের মার্চ মাসে প্রথমবার মতো টাকার দামের রেকর্ড সর্বনিম্ন ছুঁয়ে যায়। তারপর রিজাভ ব্যাঙ্কের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও টাকার মূল্য পতন বারে বারে ঘটছে। গত দশদিনে এনিয়ে পাঁচবার টাকার মূল্য পতন হল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন