২০২১ সালে কৃষি আইন প্রত্যাহার করেছে কেন্দ্র। যদিও প্রত্যাহারের সময় সরকারের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়নি। বৃহস্পতিবার কংগ্রেস অভিযোগ করেছে, আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে এই আইন নিয়ে এসেছিল মোদী সরকার।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘আদানি গ্রুপের কাছে ভারতের খাদ্যশস্যের ভান্ডার হস্তান্তর করতে অনেক কঠোর পরিশ্রম করেছিল সরকার। এজন্য তাঁরা কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কিন্তু, সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে দেশের কৃষকেরা। ২০২০-২১ সালে অন্দোলন করে কালা কৃষি আইন প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করেছেন তাঁরা।’
তিনি বলেন, ‘কৃষি আইনের সবচেয়ে বড় সুবিধাভোগীদের মধ্যে অন্যতম হত আদানি এগ্রি লজিস্টিকস (Adani Agri Logistics)। যে সংস্থা ভারতের ফুড কর্পোরেশনের সঙ্গে চুক্তিও করেছে। এর পুরস্কার হিসাবে উত্তরপ্রদেশ ও বিহারে ৩.৫ লক্ষ মেট্রিক টন স্টোরেজ স্থাপন করার সুযোগ পেয়েছে এই সংস্থা।’
তিনি অভিযোগ করেন, একইভাবে হিমাচল প্রদেশে আপেল সংগ্রহের একচেটিয়া মালিকানার অনুমতি দেওয়া হয়েছিল আদানি ফার্ম-পিক (Adani Farm-Pik)-কে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন